সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ফুটবলপ্রেমীদের খুশি করতে যে অভিনব সিদ্ধান্ত নিল ফিফা

ফুটবলপ্রেমীদের খুশি করতে যে অভিনব সিদ্ধান্ত নিল ফিফা

অনলাইন ডেস্ক :
মুসলিম দেশ কাতারে অ্যালকোহল বিক্রিতে অনেক নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে ও পরে ৩০ মিনিট সমর্থকরা এসব কেনার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অন্যতম স্পন্সর বাডওয়েসার স্টেডিয়াম এবং ফ্যান পার্কে বিয়ার বিক্রি করবে।

মাঠে বিয়ার পানের সুযোগ থাকলেও কোনোরকম অসভ্যতা বরদাশত করা হবে না। কাতারের সংস্কৃতি এবং আবেগকে আঘাত করে এমন যে কোনো আচরণ শাস্তিমূলক হিসেবেই বিবেচিত হবে। ফিফার স্পন্সর সংস্থাও জানিয়েছে, কাতারে আইনকে সম্পূর্ণ সম্মান করেই তারা ফুটবলপ্রেমীদের খুশি করার চেষ্টা করবে।

ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো মুসলিম দেশে খেলা হবে বিশ্বকাপ। ২০১০ সালে যখন প্রথমবার কাতারকে হোস্ট হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তখন থেকেই এ প্রশ্নটা সামনে এসেছিল।

তবে মদ বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা এই প্রথম নয়। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও এ সমস্যা ছিল। যে সমস্যা স্থানীয় প্রশাসন একটি স্পেশাল বিল পাশ করে মিটিয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২০ নভেম্বর কাতার বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/