সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন, নিহত ৯

বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন, নিহত ৯

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/11/Fire-Bulgaria-23-11-21.jpg?resize=620%2C413&ssl=1

বুলগেরিয়ায় নার্সিং হোমে আগুন, নিহত ৯

অনলাইন ডেস্ক :
বুলগেরিয়ায় একটি নার্সিং হোমে আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। রায়ক নামের একটি গ্রামের পুরনো একটি স্কুল ভবনকে নার্সিং হোমে রুপান্তর করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার দেশটির পূর্বাঞ্চলের একটি নার্সিং হোমে এ দুর্ঘটনা ঘটে। দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত করেছে।

তিহোমির তোটেভ, আঞ্চলিক অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান জানান, সোমবার রাতে বাড়ির কাঠের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তেই ওই নার্সিং হোমে ছড়িয়ে পরে। এসময় তাৎক্ষণিক ৫৮ জনকে সরিয়ে নেওয়া হলেও ৯ জনের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি মেশিন যখন সেখানে পৌঁছায়, ততক্ষণে নার্সিং হোমের ছাদটি বিশাল আগুন এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষনিক উদ্ধারকারীরা সেখানের অধিবাসীদের সরিয়ে নেয়ার কাজ শুরু করলেও নয় জন প্রাণ হারান।

আগুনের কারণ জানার চেষ্টা চলছে বলে জানান তোটেভ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/