সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সিদুঁরের মূল্য ৬০ হাজার

সিদুঁরের মূল্য ৬০ হাজার

Aroti - Rafiq-Lama 25.06.16 news 1pic

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:

বান্দরবানের লামা উপজলোর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার হিন্দু পাড়ার দরিদ্র মেয়ে লক্ষী র্কমকার (১৮)। ৩০ জুন বৃহস্পতিবার লক্ষীর বিবাহের দিন ধার্য্য করা হয়েছে। বাবা হারা দরিদ্র লক্ষীর বিবাহের অর্থ জোগাড় করতে বৃদ্ধ মা আরতী র্কমকার (৫৫) সাহায্যের জন্য হাত পেতেছে সমাজের বিত্তবানদের কাছে। তার বিবাহের জন্য প্রয়োজন দেড় লক্ষ টাকা। এরমধ্যে পরিবারের কাছে নিজেদের সঞ্চয়, ঋণ ও কর্জ করে ৯০ হাজার টাকা জোগাড় হয়েছে। আর বাকী ৬০ হাজার টাকা। শুধুমাত্র ৬০ হাজার টাকার জন্য কপালে সিদুঁর অনিশ্চিত হয়ে পড়েছে অসহায় মেয়েটির।

অবশিষ্ট টাকা সংগ্রহে জন্য বৃদ্ধ অসহায় মা আরতী র্কমকার সবার দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছে। শনিবার ২৫ জুন লামা বাজারে ভিক্ষা করতে করতে নিজের অসহায়ত্বের কথা জানালেন আরতী কর্মকার। আমরা সবাই কি পারিনা একটু সহায়তা করে মেয়েটির কপালে সিদুঁরের রংয়ে রাঙিয়ে দিতে। আর ৫দিনের মধ্যে হয়ত বাকী টাকা সংগ্রহ করা বৃদ্ধ মায়ের পক্ষে অসম্ভব। অসহায় মা আরতী কর্মকার সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

  • যোগাযোগের ঠিকানা, বিজয় কান্তি আইচ, লামা বাজার, লামা, বান্দরবান। ০১৫৫৬৬২৫৩৬৮।
  • মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা বাজার, লামা বান্দরবান। ০১৭৪৮৯৩৩৬৫০, ০১৫৫৩৬৬৮৮০৬।
  • সাহায্য পাঠানো ঠিকানা বিকাশ (পার্সোনাল) ০১৭৪৮৯৩৩৬৫০।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/