সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ছবিতে বিশ্বের ‘সবচেয়ে খারাপ’ কাজের দৃশ্য

ছবিতে বিশ্বের ‘সবচেয়ে খারাপ’ কাজের দৃশ্য

অপরিষ্কার পানির মধ্যে গিয়ে ড্রেন পরিষ্কার করতে হয় শ্রমিকদের। ছবি: সংগৃহীত

দেশের ড্রেন ও ম্যানহোল পরিষ্কারের শ্রমিকদের কাজ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তাদের কাজকে বিশ্বের সবচেয়ে খারাপ কাজ বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে এক ব্যক্তির ছবি প্রকাশ করে বলা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করা এই ব্যক্তিকে শহরের ড্রেন ও ম্যানহোল পরিষ্কার করতে হয় কোনো রকমের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই।

এছাড়া কাজ করার সময় তাকে শুধু লম্বা একটি লাঠি নিয়ে এবং বিষাক্ত পদার্থ থেকে মুক্তিদায়ক মুখোশ ছাড়াই ড্রেনের নীচে গিয়ে তার মুখ খুঁড়তে হয়। ১৪ মিলিয়ন মানুষের বসবাসপূর্ণ এই শহরটিতে পর্যাপ্ত ড্রেন না থাকায় বৃষ্টির কারণে প্রায়ই বন্যার সৃষ্টি হয় বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

ড্রেন পরিষ্কার করতে গিয়ে অনেক সময়ই ম্যানহোল পরিষ্কারকারকদের মৃত্যুর ঘটনা ঘটলেও তাদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম সরবরহ করা হচ্ছে না বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

পরিষ্কাররের সময় ওই ময়লা পানি তাদের মুখেও প্রবেশ করে।

শ্রমিকদের শুধুমাত্র একটি লাঠি নিয়েই ড্রেনের নীচে যেতে হয়।

বিষাক্ত পদার্থ থেকে মুক্তির জন্য তাদের কোনো ধরনের মুখোশ দেওয়া হয় না।

হাত দিয়েই ড্রেনের ময়লা পরিষ্কার করতে হয় তাদের।

ময়লার স্তূপের মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এসব শ্রমিকদের।

এ কাজ করতে গিয়ে অনেক শ্রমিক নিহত হলেও সচেতন হচ্ছে না প্রশাসন।

 

ড্রেন পরিষ্কার শেষে উঠে আসছেন এক শ্রমিক।

ম্যানহোল পরিষ্কারের পর ক্যামেরর দিকে তাকিয়ে শ্রমিক।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-24.jpeg

ঈদগাঁওতে দুইদিন ব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে দুই দিনব্যাপী ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/