Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থী গুরুতর আহত

ঈদগাঁওতে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থী গুরুতর আহত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল ছাত্র গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৬ সেম্পেম্বর দুপুরের দিকে ঈদগাঁও বাসষ্টেশনের আলমাছিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন স্থানে জনৈক এক কোচিং সেন্টারে কোচিং করতে গেলে ছাদের উপর বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ঈদগাহ কেজি স্কুলের নবম শ্রেনীর মানবিক বিভাগের ছাত্র ফাহিম আহত হয়। পরে তাকে ঈদগাঁওর ক্লিনিকে নিয়ে আসলে, তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত কক্সবাজারে প্রেরন করে।

পরবর্তীতে এ রিপোর্ট লিখা পযন্ত আহত ছাত্রকে চট্টগ্রামে প্রেরণ করা হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম ও নুরুল আমিন হেলালীর সাথে কথা হলে তারা আহত ছাত্র তাদের স্কুলের বলে জানান।

Leave a Reply

%d bloggers like this: