Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের একমাত্র নারী শিক্ষাঙ্গন ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজীম উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৯আগষ্ট সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আহমদ কবিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও সমাজ সেবক বখতিয়ার কামাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কমিটির সদস্য বোরহান উদ্দিন মাহমুুদ, গিয়াস উদ্দিন বাবুল, মনজুর আলম, অভিভাবক বৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ আমির সোলতান, শিক্ষিকা মিনুন্ননাহার, হেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন-ঈদগাঁও রিপোটার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, শিক্ষক মুস্তাফিজুর রহমান, রাজন আচার্য্য, সানাউল্লাহ সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষক হচ্ছে জাতির কারিগর। আর এ শিক্ষক সমাজ যদি নিবেদিত প্রাণ হয়, তবে জাতি উপকৃত হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।

বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষক, কমিটি ও ছাত্রীদের পক্ষথেকে বিদায়ী শিক্ষক নাজীম উদ্দিন কে উপহার সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য যে, শিক্ষক নাজীম উদ্দিন খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন।

Leave a Reply

%d bloggers like this: