সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় সাড়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চকরিয়ায় সাড়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ফাইল ফটো

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ মৌসুমে নদী থেকে জাল বসিয়ে ইলিশ মাছ ধরায় দায়ে জব্দকৃত ৪ হাজার ৫’শ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে বদরখালী নৌ পুলিশ। গত ৭ অক্টোবর থেকে (শুক্রবার) ২০ অক্টোবর পর্যন্ত মহেশখালীর মুদিরছড়া ও বদরখালীর চ্যানেল থেকে বিভিন্ন সময়ে এসব কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ।

পরে, শুক্রবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল মুমিনের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো.পায়েল হোসেন বলেন, সরকারীভাবে নিষিদ্ধ সময়ে বদরখালী চ্যানেল ও মহেশখালীর বিভিন্ন নদীতে কারেন্ট জাল বসিয়ে ইলিশ মাছ ধরার সময় অভিযান পরিচালনা করা হয়। গত ১৮দিনে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ২ হাজার ৫ শত মিটার চরঘেরা জাল উদ্ধার হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/