নিজস্ব প্রতিনিধি; বান্দরবান :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গুলিবিদ্ধ অপর একজনকে হাসপাতালে ভর্তির প্রস্তুতি চলছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে এমএসএফ হাসপাতালে নেয়া হলে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ব্যক্তির নাম হামিদ উল্লাহ। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মুহিব উল্লাহ। তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মল আলী। তিনি বলেন, ‘তুমব্রু সীমান্তে শূন্যরেখা থেকে ওই দুজনকে উদ্ধার করে কুতুপালং ক্যাম্পের পাশে এমএসএফ হাসপাতালে নেয়া হয়। এ সময় গুলিবিদ্ধ হামিদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আরেক গুলিবিদ্ধ মুহিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।’