Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মিয়ানমারের সহিংসতার জের : নাফনদী ও সাগরে মাছ ধরা ট্রলার না যেতে সেন্টমার্টিনে মাইকিং

মিয়ানমারের সহিংসতার জের : নাফনদী ও সাগরে মাছ ধরা ট্রলার না যেতে সেন্টমার্টিনে মাইকিং

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার না যেতে মাইকিং করা হয়েছে সেন্টমার্টিনদ্বীপে।

শুক্রবার রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ, কোস্টগার্ড ও নৌ বাহিনীর নামে এমন প্রচারনা চালানো হয়। এমন তথ্য নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সন্ধ্যায় সেন্টমার্টিনের দক্ষিণে মিয়ানমারের মেরুল্লা ও হাইসসুরাতা এলাকায় ব্যাপক আগুনের লেলিহান শিখা দেখা গেছে। বঙ্গোপসাগরে দেখা গেছে মিয়ানমার নৌ-বাহিনীর ৩টি জাহাজ।

এ কারনে কোন মাছ ধরা ট্রলারকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনের দক্ষিণ ও পুর্বে না যেতে বারন করা হয়েছে।

Leave a Reply

%d bloggers like this: