Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিবিধ / যৌনকর্মের ফলে কতটুক ক্যালরি নষ্ট হয়

যৌনকর্মের ফলে কতটুক ক্যালরি নষ্ট হয়

যৌন সংসর্গকে মাঝে মাঝে শরীরের ব্যায়াম হিসেবেও দেখা হয়। ছবি: সংগৃহীত।

 

সঙ্গীর সাথে যৌন সংসর্গে ক্যালরি নষ্ট হয়। কিন্তু প্রশ্ন হলো যৌনকর্মে ঠিক কতটুকু ক্যালরি নষ্ট হয়?

কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতি ২৫ মিনিটের যৌনকর্মে পুরুষের ১০১ ক্যালরি নষ্ট করে থাকে। অন্যদিকে নারীর নষ্ট হয় ৬৯ ক্যালরি। সেক্ষেত্রে গবেষকদের মতে এই সংখ্যা ১ মাইল দৌড়ানোর ফলে যে ক্যালরি নষ্ট হয় তার অর্ধেক।

গবেষণাপত্রে বলা হয়েছে যৌন সংসর্গকে মাঝে মাঝে শরীরের ব্যায়াম হিসেবেও দেখা হয়। সেক্ষেত্রে হাঁটার মতো যৌনতাকেও শরীরবৃত্তীয় অনুশীলন হিসেবে দেখছেন তারা। এমনকি এটি নারীদের থেকে পুরুষদেরকে ব্যায়াম বেশি করাচ্ছে বলেও গবেষণায় বলা হয়।

যৌনকর্মে সাধারণত পুরুষরা নারীদের থেকে বেশি শরীরবৃত্তীয় কসরৎ করে থাকে। তাই তাদের শক্তিও বেশি ক্ষয় হয়। তবে আরেক গবেষণাপত্রে বলা হয়েছ প্রতি ৬ মিনিটের যৌনকর্মে পুরুষের ২১ ক্যালরি নষ্ট হয়। এই গবেষণাটি ১৯৮৪ সালে করা হয়েছিল। সেসময় পুরুষরাই শুধু এই গবেষণায় অংশ নিয়েছিলেন।

 

সূত্র:priyo.com;ডেস্ক।

Leave a Reply

%d bloggers like this: