সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / অদৃশ্য মনিটর!

অদৃশ্য মনিটর!

Monitor

সিফাত তন্ময়

 

কেমন ঘটবে যখন দেখবেন আপনার কম্পিউটারে আপনি সবার সামনেই কাজ করছেন কিন্তু আপনার মনিটর শুধুমাত্র আপনি একাই দেখতে পাচ্ছেন আশপাশের কেউ দেখতে পাচ্ছে না? জ্বী হ্যাঁ এটাও সম্ভব। নিজেই তৈরী করে ফেলতে পারেন একটি অদৃশ্য মনিটর। কিভাবে আসুন দেখে নেয়া যাক; প্রথমে এলসিডি মনিটরের ডিসপ্লের উপর থাকা কেসিং খুলে ফেলতে হবে। এরপর ডিসপ্লের উপর থাকা পোলারাইজেশন ফিল্টার তুলে দিন।

পোলারাইজেশন ফিল্টার আপনার মনিটর ডিসপ্লের ঠিক উপরে থাকে। পোলারাইজেশন ফিল্টার তুলে দিলে আপনি আর খালিচোখে মনিটরে কাজ করতে পারবেন না। মনিটরটি উজ্জ্বল সাদা দেখাবে। এবার পোলারাইজড সানগ্লাস (মনে রাখবেন সব সানগ্লাস পোলারাইজড হয় না) পরে কম্পিউটারে বসে পড়ুন। দেখবেন, সব কিছুই আগের মতোই দেখা যাচ্ছে।আপনি মনিটরে সব কিছুই আগের মতো দেখছেন, কিন্তু আপনার চারপাশে কেউই তা দেখতে পাচ্ছেন না। তাঁরা সবাই আপনার মনিটরকে উজ্জ্বল সাদা দেখছেন।

বাজারে পোলারাইজেশন ফিল্টার পাওয়া যায়। বাজার থেকে আলাদা একটি পোলারাইজেশন ফিল্টার নিয়ে তা একটি চশমার মাপে কেটে নিতে পারেন। কেটে পোলারাইজেশন ফিল্টার আপনার ব্যবহৃত চশমায় লাগিয়ে দিন। এবার ওই চশমা পরে কাজ করুন। সূর্যের অতিবেগুনি রশ্মি কিংবা তীব্র আলো প্রতিরোধ করে, এমন চশমাকে বলে পোলারাইজড সানগল্গাস। পোলারাইজড গল্গাস এমনভাবে তৈরি হয় যাতে আড়াআড়িভাবে আপতিত আলোকে বাধা দেয় ও লম্বালম্বিভাবেও আপতিত আলোকে প্রবেশ করতে দেয়।

সূত্র: প্রতিক্ষণডটক,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/03/Madrasha-Sagar-04-03-2024.jpeg

মাদরাসাতুল হেদায়াহ ঈদগাহ উদ্যোগে হেফজ ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/