সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ‘আদিপুরুষ’ নিয়ে বিশেষ বার্তা কৃতির

‘আদিপুরুষ’ নিয়ে বিশেষ বার্তা কৃতির

অনলাইন ডেস্ক :

হিন্দু ধর্মগাঁথা ‘রামায়ণ’-এর ওপর তৈরি হয়েছে সিনেমার কাহিনী।চলতি বছরের ১৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। সারা ভারতে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত সিনেমাটি।

ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সীতার ভূমিকায় কৃতি শ্যানন অভিনয় করবেন। রাবনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। সম্প্রতি সিনেমার প্রচারে এসে কৃতি শ্যানন নিজের মন্তব্য দিলেন।

কৃতি বলেছেন, ‘এই সিনেমাটি আমার জন্য বিশেষ। এই ছবির অঙ্গ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি বিশ্বাস করি, ছবিটি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের অঙ্গ।’

অভিনেত্রী আরও বলেন, ‘প্রত্যেকটি প্রজন্ম, বিশেষ করে বাচ্চাদের এই সিনেমাটি অবশ্যই দেখা উচিৎ। আমরা ছোটবেলায় বাড়ির বড়োদের থেকে রামায়ণ ও মহাভারতের গল্প শুনেছি। তবে আমি মনে করি, চোখে দেখা গল্পের আলাদা প্রভাব পড়বে বর্তমান প্রজন্মের ওপর।’

কৃতি আরও যোগ করেন, ‘অনেক লম্বা সময় আমরা এই গল্পটিকে পর্দায় দেখিনি। প্রথমবার এই গল্পটি থ্রিডিতে আসছে। এই সিনেমার পবিত্রতা নতুন প্রজন্মের মন ছুঁয়ে যাবে।’

ওম রাউতের লেখা ও পরিচালনায় আদিপুরুষে দেবতা রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। লঙ্কেশ্বর রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। মাতা জানকির ভূমিকায় অভিনয় করছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’। প্রযোজনা করেছেন টি-সিরিজ এবং রেট্রোফাইলস।

গত ৯ মে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ওম রাউত সহ প্রভাস, কৃতি, সানি সিং সহ একাধিক কলাকুশলীরা। শুধুমাত্র ভারতেই নয় কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, নিউজিল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান, রাশিয়া এবং আফ্রিকা সহ মোট ৭০টি দেশে মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর ট্রেলার।

হিন্দি এবং তেলেগু ভাষায় একইসঙ্গে তৈরি হয়েছে এটি। ১৬ জুন সিনেমাটি মুক্তির তারিখ ধার্য করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/