সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / আলীকদমে দুইদিন পরে মিলল এক নিখোঁজ নারীর লাশ

আলীকদমে দুইদিন পরে মিলল এক নিখোঁজ নারীর লাশ

আলীকদমে নৌকা ডুবিতে নিখোঁজ মুন্নি আক্তার আক্তারের লাশ

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আলীকদমের নয়া পাড়া ইউনিয়নের বাবুপাড়ার বুজির কোমে নদী পাড়াপাড়ের সময় নৌকা ডুবিতে দুই নারী শ্রমিক নিখোঁজ হয়। সে ঘটনায় একজন নারীর লাশের সন্ধান পাওয়া গেছে। লাশটি আলীকদম সদর ইউনিয়নের পান বাজারের মুন্নি আক্তার বলে জানা গেছে।

জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার বাবুপাড়াস্থ বুঝিখালের মুখে (মোহনায়) নৌকা ডুবিতে দুই জন নারী শ্রমিক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মাতামুহুরী নদী পারাপারের সময় এ দুঘটনা ঘটে।

নিখোঁজ নারী শ্রমিকরা হলেন, পানবাজার সিলেটিপাড়ার বাসিন্দা সেনোয়ারা বেগম (২৫) ও মুন্নি আক্তার (২০)।

স্থানীয়রা জানায়, হ্লারীর চর এলাকায় দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের খামারের দিনমুজুরের কাজ করেন উক্ত নারী শ্রমিকরা। কাজ শেষ করে ৫জন নারীসহ ৮ আট জন শ্রমিক নৌকায় করে মাতামুহুরি নদী পারাপারের সময় বুঝিখালের মুখে (মোহনায়) নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ও ঘটনাস্থলে থাকা ইঞ্জিন চালিত নৌকা গিয়ে নৌকার মাঝিসহ ৬জনকে উদ্ধার করেন। কিন্তু দুই নারী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা সাংবাদিকের কাছে নৌকা ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা নিখোঁজ দুই নারী শ্রমিককে উদ্ধারে কাজ করছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/