সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ইউএস ওপেন থেকে বিদায় নিলেন অ্যান্ডি মারে

ইউএস ওপেন থেকে বিদায় নিলেন অ্যান্ডি মারে

দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। অন্যদিকে, প্রত্যাশিত জয় পেয়ে তৃতীয় রাউন্ডে ওঠেছেন ডমিনিক থিম, ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিক, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ, ইতালির মাত্তেও বেরেত্তিনি। এদিকে, নারী এককে তৃতীয় রাউন্ডে ওঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, সোফিয়া কেনিন, আমান্ডা আনিসমোভা, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, বুলগেরিয়ার সভেতানা পিরোনকোভা।

অঘটনের শিকার ব্রিটিশ টেনিসার অ্যান্ডি মারে। কানাডার ২০ বছর বয়সী ফেলিক্স অগারের কাছে সরাসরি ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে হেরে আসর থেকে বিদায় নেন মারে। ছেলেদের আরেক এককে, প্রত্যাশিত জয় পেয়েছেন আসরের তৃতীয় রাউন্ডে ওঠেছেন অষ্ট্রিয়ার ডমিনিক থিম। ভারতের সুমিত নাগালকে সরাসরি ৬-৩, ৬-৩ ও ৬-১ গেমে হারান।

এছাড়া, ২০১৪ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ান ম্যারিন চিলিচ স্লোভাকিয়ার নর্বার্ট গমবসকে ৩-১ সেটে হারিয়ে তৃতীয় নিশ্চিত করেছেন। এছাড়া, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ, ইতালির মাত্তেও বেরেত্তিনি, কানাডার ভেসেক পুসপিলি তৃতীয় রাউন্ডের টিকেট পেয়েছেন।

অন্যদিকে, নারী এককে তৃতীয় রাউন্ডে ওঠেছেন ২৩ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। মারগারিটা গ্যাসপেরিয়ানকে ৬-২, ৬-৪ গেমে হারান তিনি। সাবেক অষ্ট্রেলিয়ান চ্যাম্পিয়ান সোফিয়া কেনিন। তিনি কানাডার লায়লাহ ফার্নান্দেজকে সরাসরি ২-০ সেটে হারান।

আরো পড়ুন- সেঞ্চুরির সামনে রোনালদো, পায়ে সংক্রমণ!

এছাড়া, নারী এককের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসমোভা, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, বুলগেরিয়ার সভেতানা পিরোনকোভা, রুমানিয়ার সোরানা কিসটিয়া প্রত্যাশিত জয় পেয়েই তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/08/Sports-Martin-David-Crowe-Birthday-Day.jpg

২২ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

নিউজিল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা, ধারাভাষ্যকার ও লেখক তাছাড়া ১৯৮৫ সালে উইজডেন কর্তৃক তিনি বর্ষসেরা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/