সাম্প্রতিক....
Home / জাতীয় / ইসির সভা বর্জন করলেন কমিশনার মাহবুব তালুকদার

ইসির সভা বর্জন করলেন কমিশনার মাহবুব তালুকদার

ইভিএমের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভায় নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে শুরু হয় কমিশনের ৩৫তম এই বর্ধিত সভা।

সভা শুরুর কিছুক্ষণ পরই মাহবুব তালুকদার বৈঠক বর্জন করেন। মূলত জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান অন্তর্ভুক্তসহ গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওতে কয়েকটি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কমিশন সভায় আইনের এই সংশোধন অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর তা মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের শেষ অধিবেশনে সংশোধনী প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। এর আগে গত ২৬ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন চূড়ান্ত করার কথা থাকলেও বৈঠকটি মুলতবি করা হয়।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2018/10/Tharmameter.jpg

দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

  অনলাইন ডেস্ক :দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/