সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘর্ষে শতাধিক নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘর্ষে শতাধিক নিহত

গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের পশ্চিম উপকূলে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত হয়েছেন ১০০ জনেরও বেশি। কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

লোহিত সাগরপাড়ের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর হোদেইদা থেকে অন্তত ৯০ হুথি বিদ্রোহীর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ১৯ সৈন্যের লাশ নেওয়া হয়েছে এডেনে। সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা এ তথ্য জানিয়েছেন।

এ বছরের শুরুর দিকে সরকারি বাহিনী হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত মখা শহরে ব্যাপক অভিযান চালানোর পর থেকে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের উত্তেজনা তৈরি হয়।

ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়ছে সৌদি নেতৃত্বাধীন জোট। স্থানীয় সময় সোমবার জোটের সেনাদের সঙ্গে বিদ্রোহীদের এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের পর সেনারা উপকূল দখল করে নেয়।

লোহিত সাগর পাড়ের হুথি অধ্যুষিত এলাকায় অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত ২৭০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/