সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে জায়গা দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলায় গৃহবধূ আহত ও ঘেরাবেড়া ভাঙচুর

ঈদগাঁওতে জায়গা দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলায় গৃহবধূ আহত ও ঘেরাবেড়া ভাঙচুর

Hamla -  News, Eidgah

সংবাদদাতা; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম ভাদিতলা এলাকায় জায়গা দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলায় গৃহবধূ আহত ও ঘেরাবেড়া ভাঙচুরের খবর পাওয়া গেছে। ১১ এপ্রিল বেলা ১১টায় বর্ণিত এলাকার মৃত আবদু শুক্কুরের পুত্র সাহাব উদ্দীনের বসতভিটায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাহাব উদ্দীনের স্ত্রী সাজেদা বেগম। আহত সাজেদা বেগমকে ঈদগাঁও মেডিকেল সেন্টারে ভর্তি, পরে অবস্থার অবনতি ঘটলে কক্সবাজার মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। আহতের স্বামী সাহাব উদ্দীন জানান, স্থানীয় কামাল, শওকত ও নুরুল আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ তার বসতভিটার টিনের ঘেরা ভাঙচুর করে। এতে বাঁধা প্রদান করলে তার স্ত্রী সাজেদা বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করে।

সাহাব উদ্দীন জানান, ইতিপূর্বে তার অনুপস্থিতিতে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করলে ২৮ মার্চ কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতে কামাল উদ্দীনকে প্রধান আসামী করে মামলা দায়ের করে তার স্ত্রী। এছাড়া তার মালিকানাধীন দোকান ঘর ভাড়া নিয়ে জোর পূর্বক দখলের চেষ্টা অব্যাহত রাখে শওকত ও নুরুল আমিনসহ কতিপয় যুবক। শওকতের বারবার হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে শওকতকে বিবাদী করে কক্সবাজার মডেল থানায় ১০ এপ্রিল সাধারণ ডায়েরী করে গুরুতর আহত সাজেদা বেগম। মূলত ঐ সাধারণ ডায়েরীর খবর পেয়ে ক্ষিপ্ত শওকতের নেতৃত্বে ঐ জায়গা দখলের চেষ্টা ব্যর্থ হলে ১১ এপ্রিল বেলা ১১টার দিকে হঠাৎ কিরিচ ও লোহার রড নিয়ে তার বসতঘরের ঘেরাবেড়া ভাঙচুর করে। এতে স্ত্রী বাঁধা দিতে গিয়ে তাদের হামলায় গুরুতর আহত হয়। গুরুতর আহত তার স্ত্রীকে ঈদগাঁও মেডিকেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঈদগাঁও পুলিশের এএসআই আমিরুল ও ফিরোজ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত মৃত আবদু শুক্কুরের পুত্র কামাল উদ্দীন, শওকত ও নুরুল আমিনসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/