সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে দেশি-বিদেশি কবিদের সম্মিলন 

ঈদগাঁওতে দেশি-বিদেশি কবিদের সম্মিলন 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে আন্তর্জাতিক কবিতা মেলা ও লেখক দিবসের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন সম্পন্ন হয়। নতুন বছরের প্রথম দিন রাত্রীকালীন সময়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দেশি-বিদেশি কবি,সাহিত্যিক,লেখকদের মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশ রাইটার্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচিতে হুদা গ্রন্থাগার উদ্বোধন, আলোচনা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান, উত্তরীয় পরিধান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল।

পাঁচদিন ব্যাপী কর্মসূচির আওতায় অনুষ্ঠিত ৪র্থ দিনের এই অধিবেশনে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য দেন ও কবিতা পাঠ করেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত।

অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য ও নেপাল থেকে আগত কবি-সাহিত্যিক, দেশের বিভিন্ন স্থান ও কক্সবাজারের স্থানীয় সাহিত্যমোদিরা স্বকন্ঠে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন। ছিল শিক্ষার্থীদের আবৃত্তি, শিক্ষার্থী ও আগত বাংলা একাডেমীর শিল্পীদের কবিতার শান্তি যাত্রা শীর্ষক গান। এতে লেখক দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। শুরুতে কবির নামে প্রতিষ্ঠিত ও অত্যাধুনিক ভাবে সজ্জিত হুদা গ্রন্থাগাররের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এর পূর্বে অংশগ্রহণকারী কবি, সাহিত্যিকরা প্রথম অধিবেশনের আয়োজন করে রামুর উত্তর মিঠাছড়ি মন্দির প্রাঙ্গনে। সেখানে লেখক ও কবিরা একশত ফুট দীর্ঘ শয়ানরত বৌদ্ধ মূর্তি পরিদর্শন শেষে কবিতা পাঠে অংশ নেন। অধিবেশন দুইটিতে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল, ইন্দোনেশিয়া ও মালেশিয়া থেকে আগত কবিরা উপস্থিত ছিলেন।

বিদেশি লেখক, কবি, সাহিত্যিক ও শিল্পীদের মধ্যে ছিলেন এলেন রাইফার ও অরুণ পাঠক (ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া), মালেশিয়ার ডক্টর রাজা-রাজেশ্বরী শিথা রামন ও ভেন্যু, ভারতের মুহিবুর রহমান, ভারতের কলকাতা নন্দীগ্রামের আবু হুরাইরা, দলা বাজপেয়ি, সুদীপ্তা চ্যাটার্জি, তাজিমুর রহমান, মোস্তাক আহমদ, মৈনাক খান, দেশীয় কবি আসলাম সানি, ফরিদ আহমদ দুলাল, ইউসুফ রেজা, সাইমন জাকারিয়া, কাজী আনিসুল হক, কবি আনার কলি, সুলতান মাহমুদ, রিশাদ হুদা, প্রভাষক মোহাম্মদ আলী, জাহাঙ্গীর মোহাম্মদ, নারী নেত্রী তানিয়া সুলতানা হ্যাপি ও কণ্ঠশিল্পী রাজিয়া মুন্নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/