সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে প্রথম সাহিত্য সম্মেলন ২৩ ডিসেম্বর

ঈদগাঁওতে প্রথম সাহিত্য সম্মেলন ২৩ ডিসেম্বর

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ১ম সাহিত্য সম্মেলন কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৩ডিসেম্বর সকাল ১০টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকাস্থ বাংলা একাডেমির মহাপরিচালক জাতি সত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ফেনী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামাল, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা চিকিৎসক ও শিক্ষানুরাগী ডা: মোহাম্মদ আলম, কক্সবাজার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বদিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী। সভাপতিত্ব করবেন, কক্সবাজার সাহিত্য একাডেমী সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম।


সাহিত্য সম্মেলনের মাধ্যমে কবি, সাহিত্যিক, লেখকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি প্রাণচাঞ্চল্যও দেখা দিয়েছে কবি সাহিত্যেকদের মাঝে। স্কুল প্রাঙ্গনে কবিদের এক মিলন মেলায় পরিণত হবে। প্রস্তুতি সম্পন্ন বলেও আয়োজিত কমিটির সূত্রে জানা যায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/