সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে ভাসুরের মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত ৩ সন্তান প্রসব

ঈদগড়ে ভাসুরের মারধরে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত ৩ সন্তান প্রসব

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে আবু তাহের নামের এক ভাসুরের উপর্যপুরী কিল-ঘুষি, লাথিতে প্রবাসী ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হয়েছে এবং গর্ভের তিন সন্তান মারা গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

পেটে লাথি মারার কারণে অন্তঃসত্ত্বার মৃত ৩ নবজাতক প্রসবের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাবিয়া বসরী (৩০) মৃত ৩ সন্তান নিয়ে সঠিক বিচার চেয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনায় জড়িত ভাসুর গা ঢাকা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রেনুর কুল এলাকায়।

প্রবাসী ছৈয়দ আলমের স্ত্রী এবং ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজির হোসনের কন্যা হাসপাতালে চিকিৎসাধীন রাবিয়া বসরী জানান, গত ১৩ সেপ্টেম্বর শাশুড়ীর সাথে তার তর্কাতর্কি হয়, কিছুক্ষণ পর ভাসুর আবু তাহের এসে তাকে উপর্যপুরী লাথি ঘুষি কিল মেরে আহত করে।

ঐ সময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে রামু থানায় অভিযোগ দায়ের করলে গত ২৪ সেপ্টেম্বর ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাফরুল্লাহ উভয় পক্ষকে ডেকে স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসের মাধ্যমে পারিবারিক ঘটনা হওয়ায় দুই পক্ষকে সামাজিক ভাবে বসবাসের কথা বলে সুরাহ করে দেন।

ইত্যবসরে রাবিয়া বসরীর প্রসব বেদনা ও ব্যথা অনুভব করলে ৭ অক্টোবর (জুমাবার) সন্ধ্যায় স্বজনদের সহযোগিতায় ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত তিন নবজাতক প্রসবের ব্যবস্থা করেন।

ঈদগাঁও ডায়বেটিস কেয়ার সেন্টারের পরিচালক ডাঃ ইউছুপ আলী জানান, ভিকটিমের প্রসব বেদনা উঠলে হাসপাতালে আসে, পরীক্ষা নিরীক্ষা করে মৃত ৩ নবজাতক নরমাল ডেলিভারির মাধ্যমে বের করা হয়।

মৃত ৩ নবজাতকের শরীরে আঘাতজনিত চিহ্ন দেখা যাচ্ছে। ভিকটিম রাবিয়া বসরীর পরিবার আইনগত ব্যবস্থা নিলে থানা অথবা আদালত যদি রিপোর্ট চায় হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট পাঠাবে।

এদিকে বিদেশে অবস্থানরত স্বামীর পরামর্শক্রমে মামলা দায়ের করবেন বলে জানান রাবিয়া বসরী।

অভিযুক্ত আবু তাহেরের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন বলেন, এ ধরনের খবর তিনি এখনো পাননি। ভিকটিমের পরিবার আইনগত ভাবে সহযোগিতা চাইলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/