সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারে আবারো প্রধানমন্ত্রী’র উপহারের ঘর পাচ্ছে ৩৮৫ পরিবার

কক্সবাজারে আবারো প্রধানমন্ত্রী’র উপহারের ঘর পাচ্ছে ৩৮৫ পরিবার

কামাল শিশির; রামু :

কক্সবাজারে জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। ২১ জুলাই ভার্চুয়াল অনুষ্ঠানে এসব পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এসব তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের ৮টি উপজেলায় এ পর্যন্ত ৪৭৭২ পরিবারের মাঝে ইতোমধ্যে ১ম এবং ২য় পর্যায়ে ১৪২৫টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া গেছে ১৪৬৩টি। তারমধ্যে ৮৬৭টি ঘরের দলিল গত ২৬ এপ্রিল হস্তান্তর করা হয়েছে।

২১ জুলাই ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। জেলায় অবশিষ্ট থাকবে ১৮৮৪টি ভূমিহীন পরিবার। তাঁদেরও খাস জমি এবং প্রয়োজনে জমি ক্রয় করে পুনর্বাসিত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, ২১ জুলাই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর উপজেলায় ১১৭, চকরিয়ায় ৪০, পেকুয়ায় ৩১, রামুতে ১৩০, মহেশখালীতে ০৫, উখিয়া ৪৩, টেকনাফ ১৪ ও কুতুবদিয়া ০৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/