সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভ্রমণ ও পর্যটন / কক্সবাজারে লাখো পর্যটকের ভিড়

কক্সবাজারে লাখো পর্যটকের ভিড়

কক্সবাজার ভিউ :

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে লাখো মানুষের ঢল নেমেছে। কোথাও পা ফেলার জায়গা নেই। কানায় কানায় পূর্ণ সাগর তীরে লাখো পর্যটক উচ্ছ্বাসে মেতে বেড়াচ্ছেন। কেউ বালিয়াড়িতে দৌঁড়ঝাপ, গোসলে ব্যস্ত। আবার অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত।

সমুদ্রসৈকতের পাশাপাশি হিমছড়ি, দরিয়া নগর, পাটুয়ার টেক, পাথুরে বিচ ইনানী সৈকত, সেন্টমার্টিন, সোনাদিয়া, মহেশখালীর আদিনাথ মন্দির, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্ক, রামু বৌদ্ধ বিহারসহ দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের পদভারে মুখরিত।

সকাল থেকে পর্যটকের ঢল নামে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে। কলাতলী পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট ও শৈবাল পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সৈকতজুড়ে প্রতিটি পয়েন্টে দলে দলে নামতে শুরু করেন ভ্রমণ পিপাসুরা। ধারণা করা হচ্ছে কক্সবাজারে ৫ লাখেরও অধিক পর্যটকের সমাগম ঘটেছে। লোকারণ্য সমুদ্রসৈকতে তিল ধারণের ঠাঁই নেই। সকাল থেকে পর্যটকদের সামাল দিতে গিয়ে ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও লাইফ গার্ডের কর্মীরা হিমশিম খাচ্ছেন। শহরের রাস্তাতেও ভিড় দেখা যায় পর্যটকের। এতে দেখা দেয় পরিবহন সংকট। কক্ষ ভাড়া না পেয়ে অনেক পর্যটক সমুদ্রসৈকত ও সড়কে পায়চারি করে সময় পার করছেন কেউ কেউ।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ। মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশও। পর্যটকদের নিরাপত্তার জন্য সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। প্রতিটি পয়েন্টে সাদা পোশাকে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের সুবিধার জন্য সৈকতের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেক্স বসানো হয়েছে। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসকের কর্মকর্তারাও কাজ করছে। সমুদ্রে সাঁতার কাটার সময় বিপদাপন্ন পর্যটকদের রক্ষার্থে সর্তক অবস্থায় রয়েছে লাইফ গার্ড কর্মীরা।

পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে- পর্যটকদের নিরাপত্তায় সবসময় সর্তকাবস্থায় রয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের প্রচেষ্টায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকদের সেবা প্রদানের মধ্য দিয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দে ভ্রমণ শেষে যেন তারা বাড়ি ফিরতে পারেন। পর্যটকদের জন্য সব পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সাদা পোষাকেও পুলিশ কাজ করছে। সকল ধরণে নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তারাও কাজ করছে। কক্সবাজার সমুদ্রসৈকতের পাশাপাশি পর্যটকদের ভিড় উখিয়ার ইনানী, হিমছড়ি, পাটুয়ার টেক টেকনাফসহ প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও। সব জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্ট লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট ডলফিন মোড় হিমছড়ি, ইনানীও টেকনাফ সৈকতে লাখো পর্যটক যাতায়াত করছেন। পর্যটক হয়রানি বন্ধে মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, অনেক আগে থেকে আগাম বুকিং হয়ে আছে সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল-রিসোর্ট। সমুদ্রসৈকতের পাশাপাশি হিমছড়ি, দরিয়া নগর, পাটুয়ার টেক, ইনানী সৈকত, সেন্টমার্টিন, সোনাদিয়া, আদিনাথ মন্দির, ডুলাহাজারায় বঙ্গবন্ধু সাফারী পার্ক, রামু বৌদ্ধ বিহারসহ দর্শনীয় স্থানগুলোতে এখন পর্যটকদের ভিড়। তাদের আগমনে দারুণ খুশি পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/