সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড-19 (করোনা ভাইরাস) সংক্রান্ত / কানাডাতেও অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন

কানাডাতেও অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন

বিশ্বের প্রথম দেশ হিসেবে গেলো সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর বাহরাইনও একই পথে হাঁটে। এবার তৃতীয় দেশ হিসেবে কানাডাতেও অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন।

বুধবার (৯ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগ এ কথা জানায়।

কানাডার স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা সুপ্রিয়া শার্মা বলেন, ‘ফাইজারের ভ্যাকসিন আমরা নিরাপদ মনে করছি বলেই অনুমোদন দিয়েছি। করোনা মোকাবিলায় যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবুও আমাদের পর্যবেক্ষণ চলবে। আমরা ব্রিটেনের টিকা কর্মসূচির দিকেও নজর রাখছি। তথ্যও নিচ্ছি।’

আগামী সপ্তাহে উত্তর আমেরিকার দেশটিতে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছাবে। জাস্টিন ট্রুডো প্রশাসন গুরুত্বপূর্ণ শহরগুলোতে ১৪টি কেন্দ্র প্রস্তুত করেছে টিকা দেয়ার জন্য। ভ্যাকসিন পৌঁছার দুদিনের মাথায় তা প্রয়োগ শুরু হবে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনও অনুমোদন দিতে যাচ্ছে ফাইজারের ভ্যাকসিন। তাদেরও নজর ব্রিটেনের টিকা কর্মসূচির ওপর।

এদিকে মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যন্থনি ফাউসির আশাবাদ, ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায়, ২০২১ সালের শেষ নাগাদ স্বাভাবিক হয়ে আসবে বিশ্ব পরিস্থিতি।

ইসরাইলও ডিসেম্বরের শেষ নাগাদ টিকা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, চীনের সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিন ৮৬ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। চূড়ান্ত ট্রায়াল শেষে এ কথা জানায় আমিরাতের স্বাস্থ্য বিভাগ।

 

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে অর্ণবের উদ্যোগে কোভিড প্রতিরোধে টাউন বৈঠক অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওতে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক টাউন হল বৈঠক অনুষ্ঠিত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/