সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভ্রমণ ও পর্যটন / কুতুবদিয়ায় মতবিনিময় সভায় পর্যটন চেয়ারম্যান আখতারুজজামান

কুতুবদিয়ায় মতবিনিময় সভায় পর্যটন চেয়ারম্যান আখতারুজজামান

এম রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজার জেলায় অবস্থিত বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া হবে আধুনিক পর্যটন নগরী। তারই ধারাবাহিকতায় বাতিঘরকে কেন্দ্র করেই মাষ্টার প্লানের মাধ্যমে কুতুবদিয়ায় ন্যাচারাল বীচ্ তৈরির পরিকল্পনা হাতে নেয়া হবে। এক্ষেত্রে বেড়িবাঁধকে প্রথম বিবেচনায় রেখেইে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত ৮টায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান আখতারুজ জামান খান কবীর উপরোক্ত কথা বলেন। দেশের একমাত্র বায়ুবিদ্যুৎ প্রকল্পকে ট্যুরিজম প্রডাক্ট হিসেবে উল্লেখে করে তিনি আরো বলেন পর্যটকদের সুবিধায় সুপরিসরে মোটেল নির্মাণ, চ্যানেল পারাপারে ফেরী সার্ভিস চালু সহ কক্সবাজার টু কুতুবদিয়ায় সী ট্রাক চলাচল নিশ্চিত করা হবে। এ জন্যে তিনি জায়গা নির্ধারণের প্রস্তাব সহ পরিকল্পনা নেয়ার কথাও জানান।

মতবিনিময় সভায় দ্বীপের পর্যটন বান্ধব মূল উদ্যোক্তা উপজেলা নির্বাহি কর্মকর্তা সুজন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা আ‘লীগের সহ-সভাপতি বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) পদ্মাসেন সিংহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচছাফা, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আসম শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, কৃষি ব্যাংক কুতুবদিয়া শাখা ম্যানজোর দুলাল বড়ুয়া, কুতুবদিয়া হাইস্কুল প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, কবি জসীম উদ্দীন হাইস্কুল প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীলসমাজের বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/