সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / গতকাল হয়ে যাওয়া পূর্ণ সূর্যগ্রহণের চোখ ধাঁধানো কিছু ছবি

গতকাল হয়ে যাওয়া পূর্ণ সূর্যগ্রহণের চোখ ধাঁধানো কিছু ছবি

জীবনে একবারের বেশি সুযোগ আসে না এমন একটি ছবি তোলার! ছবি: সংগৃহীত

 

সূর্যগ্রহণ? শুনেই অনেকে ভ্রূ কুঁচকে ফেলবেন। বাংলাদেশে কারোই চোখে পড়েনি এই পূর্ণ সূর্যগ্রহণ। কারণ হলো এই সূর্যগ্রহণ দেখা গেছে এমন সময়ে যখন বাংলাদেশে ঘুটঘুটে রাত! কিন্তু আমেরিকার বিভিন্ন অংশে দেখা গেছে দারুণ এই ঘটনা, আর পাওয়া গেছে চমৎকার সব ছবি। চলুন দেখে নিই মোক্ষম সময়ে তোলা এমন কিছু ছবি।

 

২১ আগস্ট ২০১৭, এই তারিখে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ সূর্যগ্রহণের বিশেষ চশমা পরে দেখছিল এই মহাজাগতিক ঘটনাটা, আর অনেকেই দারুণ দারুণ সব ছবি তুলে রেখেছেন এই পূর্ণ সূর্যগ্রহণের।

 

১) এম্পায়ার স্টেট বিল্ডিং এর ওপর দেখা যাচ্ছে সূর্যগ্রহণ।

এম্পায়ার স্টেট বিল্ডিং এর ওপর দেখা যাচ্ছে সূর্যগ্রহণ।

 

 

২) ছবির ক্যাপশন ছিল “পৃথিবীর শেষ প্রান্তে”

ছবির ক্যাপশন ছিল “পৃথিবীর শেষ প্রান্তে”

 

 

৩) অরিগন থেকে দেখা সূর্যগ্রহণের সবগুলো পর্যায়

অরিগন থেকে দেখা সূর্যগ্রহণের সবগুলো পর্যায়

সূর্যগ্রহণের পর্যায়

 

 

৪) অপার্থিব সুন্দর

অপার্থিব সুন্দর

 

 

৫) ডাবল এক্সপোজারে তোলা ছবিটি

ডাবল এক্সপোজারে তোলা ছবিটি

 

৬) সূর্যগ্রহণের কারণে পাতার ফাঁকে ফাঁকে ছায়াটাও হয়ে গেছে কেমন কাস্তের মত বাঁকা!

সূর্যগ্রহণের কারণে পাতার ফাঁকে ফাঁকে ছায়াটাও হয়ে গেছে কেমন কাস্তের মত বাঁকা!

 

৭) আরেক্টু হলেই মেঘে ঢেকে যেত সূর্যগ্রহণ, একেবারে পন্ড হয়ে যেত ফটোগ্রাফারের সব প্রস্তুতি

আরেক্টু হলেই মেঘে ঢেকে যেত সূর্যগ্রহণ, একেবারে পন্ড হয়ে যেত ফটোগ্রাফারের সব প্রস্তুতি

 

 

৮) প্রশান্ত মহাসাগরের ওপর প্লেন থেকে দেখা সূর্যগ্রহণ

প্রশান্ত মহাসাগরের ওপর প্লেন থেকে দেখা সূর্যগ্রহণ

 

৯) সূর্যগ্রহণ, নাকি একটা ডায়ামন্ড রিং?

সূর্যগ্রহণ, নাকি একটা ডায়ামন্ড রিং?

 

 

১০) ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাচ্ছে সূর্যগ্রহণের দৃষ্টিসীমা পার হয়ে

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাচ্ছে সূর্যগ্রহণের দৃষ্টিসীমা পার হয়ে

 

 

 

 

সূত্র:কে এন দেয়া/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/