সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / চকরিয়ায় ইশতিয়াক আহমদ জয় ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় ইশতিয়াক আহমদ জয় ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :

চকরিয়া পৌরসভা ইশতিয়াক আহমদ জয় ফাউন্ডেশনের উদ্যোগে ‘ইশতিয়াক আহমদ জয় মেধা অন্বেষণ” কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  রোববার (২৬ নভেম্বর) সকালে পৌরশহরের জনতা শপিং টাওয়ার চত্বরে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউসুফ জয়ের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক আবু হেনা মোস্তাফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে কুলসুম মিনু।

প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শওকত উসমান, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শফিকুল কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদ কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, আইডিয়েল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল করিম, শিক্ষক শহিদুল ইসলাম, ওসমান গনী, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান তুষার, সাধারন সম্পাদক রানা পারভেজ, পৌরসভার ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আবছার বাদশা, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম, শিক্ষক বিকাশ রঞ্জন দাশ, পৌরসভা ছাত্রলীগ নেতা মিনহাজ ও বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ফাউন্ডেশনের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/