সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় কলেজ ছাত্র শেখ আহমদ হত্যার মামলার আসামী ২১ বছর পর গ্রেপ্তার

চকরিয়ায় কলেজ ছাত্র শেখ আহমদ হত্যার মামলার আসামী ২১ বছর পর গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত কলেজ ছাত্র শেখ আহমদ হত্যা মামলার আসামী আবদুল হামিদ (৪০)কে দীর্ঘ ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুল হামিদ উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সিকদারপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে চকরিয়া কলেজের ছাত্র শেখ আহমদকে পিটিয়ে হত্যা করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হন আবদুল হামিদ। এরপর তিনি পালিয়ে বিদেশ চলে যান।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী বলেন, হত্যা মামলায় আসামি হওয়ার পর আবদুল হামিদ সৌদি আরব পাড়ি জমান। এক সপ্তাহ আগে তিনি গোপনে দেশে ফিরেন। খবর পেয়ে বাড়ির পাশ্বর্বতী একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, শেখ আহমদ হত্যা মামলাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার হামিদকে শুক্রবারে আদালতে সোর্পদ করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/