সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডী-খুরুশকুল সড়কে ঘন ঘন স্পীডব্রেকার : বিপাকে চালক

চৌফলদন্ডী-খুরুশকুল সড়কে ঘন ঘন স্পীডব্রেকার : বিপাকে চালক

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত চৌফলদন্ডী-খুরুশকুল সড়কজুড়েই ঘনঘন স্পীডব্রেকার হওয়ায় পথচারীসহ যানবাহন চালকরা বিপাকে পড়ছে। যেকোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা প্রকাশ স্থানীয়রা। এসব বিষয়ে দেখার যেন কেউ নেই। সদরের চৌফলদন্ডী-খুরুশকুল হয়ে কক্সবাজার যাওয়া-আসার পথে অতিরিক্ত স্পীডব্রেকার নিয়ে হিমশিম খাচ্ছে চালকরা। ফলে জনদূর্ভোগ চরম আকারে ধারণ করেছে। রাত-দিন ঝুঁকি নিয়ে চলে যানবাহন।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত গ্রামীণ সড়কটিতে ঘনঘন স্পীড ব্রেকার। এই সমস্যা নিয়ে বেকায়দায় রয়েছে সড়ক দিয়ে যাতায়াতকারী অসংখ্য লোকজনসহ যাত্রীরা। যানবাহন চালকরা অতিষ্ট হয়ে পড়েন। চৌফলদন্ডীর ব্রীজ থেকে খুরুশকুল রাস্তার মাথা লোহার ব্রীজ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকের ও বেশি স্পীড ব্রেকার রয়েছে। দিবারাত্রীতে সড়ক দিয়ে দ্রুতগতিতে চালিয়ে আসা যানবাহন চালকরা যেকোন মুহুর্তে দুর্ঘটনা হতে পারে।

ক’জন চালক জানান, মহাসড়কের পরে এটি গুরুত্বপূর্ণ সড়ক। স্পীডব্রেকারের কারণে নিদারুণ কষ্ট পেতে হচ্ছে যাত্রীদেরকে। দ্রুত সময়ে সড়কের দূর্ভোগ কমানোর জন্য স্পীডব্রেকার কমানোর আহবান কর্তৃপক্ষের নিকট।

সাবেক এনজিও কর্মকতা নোমান জানান, খুরুশকুল সড়কে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় স্পীডব্রেকার বৃদ্ধি পেয়েছে, কাম্য নয়। যার কারণে রাত্রী বেলায় আতংক নিয়ে গাড়ী চালানোর পাশাপাশি দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে কিন্তু।

যাত্রী হেনা, কাসেমসহ অনেকে জানান, এ সড়কে বেশি স্পীডব্রেকার হওয়াতে স্থানীয় পর্যায়ের যানবাহন চলাচলে নিদারুণ কষ্ট পাচ্ছে। অতিরিক্ত স্পীডব্রেকারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান।

এ বিষয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলা সম্ভব হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/