সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডী রাখাইন (পল্লী) সমাজ সুরক্ষা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌফলদন্ডী রাখাইন (পল্লী) সমাজ সুরক্ষা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের চৌফলদন্ডী রাখাইন (পল্লী) সমাজ সুরক্ষা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে বিকেলে ইউনিয়নের দক্ষিণারাম বৌদ্ধ বিহারে কমিটির সভাপতি আক্ষ্য এ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথির মধ্য বক্তব্য রাখেন, চৌফলদন্ডী ইউনিয়ন আ,লীগ সভাপতি এহচানুল হক এহচান, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, স্থানীয় মেম্বার ওছাসিং রাখাইন, সাবেক মেম্বার মংওয়ে রাখাইন, তোয়াক্ষ্য রাখাইন, ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, জেলা ছাত্রলীগ সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, ইউপি সদস্য রাজা মিয়া, সিরাজ, গণমাধ্যমকর্মী এম আবুহেনা সাগর, ওসমান গনিসহ সুরক্ষা কমিটির সদস্যবৃন্দরা।

তবে কমিটির মূল উদ্দ্যেশ্য যে, মাদক নির্মুল, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা, পাড়া সুরক্ষার স্বার্থে পাহারা প্রদান, সরকারঘোষিত লকডাউন যথাযথ পালন, বহিরাগত প্রবেশ নিষেধ ও এলাকার লোক বাহিরে অবস্থায় থাকা প্রবেশ করলে তাকে হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা নেয়া। সে সাথে চৌফলদন্ডী দক্ষিণ রাখাইন পাড়ার স্থানীয় কিছু চোলাই মদ ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কজন লোক নিয়ে বিনা কারণে সমাজ সুরক্ষা কমিটির উপদেষ্টা, বিহার কমিটির সভাপতি, দক্ষিণ রাখাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি ক্যছিং সহ কয়েকজন নিরীহ লোকজনের বাসায় তল্লাশি চালায়। এই অহেতুক তল্লাশির নিন্দা জানায় মত বিনিময় সভায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/