সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জরুরী হয়ে পড়েছে ঈদগাঁওতে নাসীখালে ব্রীজ নির্মাণ

জরুরী হয়ে পড়েছে ঈদগাঁওতে নাসীখালে ব্রীজ নির্মাণ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/Bridge-Sagar-20-12-21-.jpg?resize=540%2C345&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওর মাইজপাড়া মেহেরঘোনা-কলেজ গেইট সংযোগ পথ (নাসীখালে) স্থায়ী ব্রীজ নির্মাণের দাবী এলাকাবাসীর।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া ও মেহেরঘোনা খালের উপর একটি ব্রীজের অভাবে দু’পাড়ের দশ হাজার মানুষের জীবন যাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। লোকজন মারা গেলে কবরস্থানে যাওয়া অনেকটা কষ্ট সাধ্য হয়ে পড়ে। কৃষি কাজ, ব্যবসা-বাণিজ্য ও
যাতায়াতসহ নানান কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে।

কাঠের সাঁকোটি পার হয়ে মাইজপাড়াসহ বৃহত্তর এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ প্রয়োজনে কাজকর্মে চলাফেরা করে যাচ্ছে বহুকাল যাবত ধরে। দীর্ঘবছরেও পূরণ হলনা ব্রীজ নির্মাণের দাবী। আশ্বাসের বাণী শোনলেও তা কেবল হাততালির মাঝে সীমাবদ্ধ। ফলে ডিজিটাল যুগেও উন্নয়ন হয়নি যোগাযোগ ব্যবস্থার।

এলাকার লোকজন জানান, ব্রীজের অভাবে বহুদিন ধরে চলাচলে কষ্ট পাচ্ছে পথচারীসহ লোকজন। যানচলাচল করতে পারছেনা। কাঠের সাঁকো দিয়ে কোন রকম পার হতে হচ্ছে লোকজনকে।

বর্ষা মৌসুমে বন্যার পানির তোড়ে কাঠের সাঁকোটি ভেসে নিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তার কোন রকম সাঁকো নির্মাণ করে। বর্ষা আর শুল্ক মৌসুমে সাঁকোটি ভাঙ্গাগড়া চলছে। এলাকাবাসীকে মরণ দশায় ভোগতে হচ্ছে প্রতিক্ষণে প্রতিমুহুর্তে। যোগাযোগের সুবিধার্থে ব্রীজ নির্মাণের জোর দাবী।

শামসুল আলম জানান, নাসি খালের উপর সংযোগ পথে ব্রীজ নির্মাণ করে লোকজনের চলাচলের সু-ব্যবস্থা করা হউক।

মহিলা মেম্বার নুর জাহানের সাথে কথা হলে তিনি জানান, নাসী খালের ব্রীজ নির্মাণের বিষয়ে এখনো কিছু হয়নি। কাঠের সাঁকো পারাপার হয়ে লোকজন চলাফেরা করছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/