সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনে জেলা প্রশাসক- কক্সবাজারের মেয়েরা আন্তর্জাতিক পুরস্কার অর্জনের যোগ্যতা রাখে

জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনে জেলা প্রশাসক- কক্সবাজারের মেয়েরা আন্তর্জাতিক পুরস্কার অর্জনের যোগ্যতা রাখে

sports - Deshbidesh Pic (Dipu)দীপক শর্মা দীপু; কক্সভিউ :

জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে কক্সবাজারের মেয়েদের নৈপুন্য ও মেধা রয়েছে। ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক প্রতিযোগিতা থাকলে এখন থেকে জাতীয়মানের ক্রিড়াবিদ গড়ে উঠবে। কক্সবাজারের মেয়েরা আন্তর্জাতিক পুরস্কার অর্জনের যোগ্যতা রাখে।

তিনি ২৬ জানুয়ারি জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা উন্মুক্ত মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সেলিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন, এডিসি (জেনারেল) ড. অনুপম সাহা, এডিএম মোঃ আবদুস সোবহান, এডিসি (শিক্ষা ও আইসিটি) আনোয়ারুল নাসের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, স্বাগত বক্তব্য রাখেন মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক গোপা সেন। উপস্থিত অতিথিরা কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রতন দাশ ও সিটি কলেজের প্রভাষক জোসনা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার আ.ফ.ম আলাউদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাঃ সম্পাদিক খালেদা জেসমিন, যুগ্ম সম্পাদিক সামিনা কাশেম ও শেলি কণা পাল, নির্বাহী সদস্য যথাক্রমে কুমকুম দে, রেবেকা সুলতানা আইরিন, ফাতেমা নাজনীন। ডিএসএ যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সদস্য এ.কে.এম. রাশেদ হোছাইন নান্নু, প্রভাষক জসিম উদ্দিন, আলী রেজা তসলীম, আজমল হুদা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/