সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত ইসহাক নিহত

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত ইসহাক নিহত


নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জকি গ্রুপের সদস্য মো: ইসহাক (৩০) নামের এক ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ইসহাক টেকনাফের সাবরাং ইউনিয়নের আচার বনিয়া গ্রামের আবদুল মতলবের পুত্র। এসময় দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ মে) দুপুরে কক্সবাজার র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১৫ (সিপিসি-২) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফ সদর উইনিয়নের খোনকারপাড়া মেরিন ড্রাইভ এলাকায় জকি গ্রুপের সদস্যরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায়। খবরের তথ্যনুযায়ী র‌্যাবের সদস্যরা রাত ২টার দিকে অভিযানে গেলে বন্দুকধারী ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য গুলি ছুঁড়ে, র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক সময় সশস্ত্র ডাকাতরা পালিয়ে যায়, ফেলে যায় গুলিবিদ্ধ তাদের এক সদস্য ইসহাককে। র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব-এর আরো জানান, এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হন।

নিহত মো: ইসহাক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সাথে কাজ করছে। গোপনে তধ্য পাচার করে আসছিল সে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, মানুষ খুনসহ নানা অভিযোগ রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/03/Hamidul-11-3-24.jpg

ঈদগড়ে মোবাইলে জুয়া খেলায় আসক্ত হচ্ছে শিশু কিশোর, বাড়ছে অপরাধ প্রবণতা

  হামিদুল হক; ঈদগড় :কক্সবাজার জেলার পাহাড়ী জনপদ ঈদগড়ে স্মার্ট ফোনের মাধ্যমে লুডু খেলা এখন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/