সাম্প্রতিক....
Home / জাতীয় / ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন: সচিব

ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন: সচিব


নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

২৮ আগস্ট, মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমাদের প্ল্যান হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলা। কারণ জানুয়ারির ১ তারিখ বই বিতরণ উৎসব আছে। এইদিন থেকে একাডেমিক সেশনও শুরু হয়ে যায় শিক্ষার্থীদের।

আমরা যদি ভোট নিতে যাই জানুয়ারি মাসে, তাহলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে। তা ছাড়া ডিসেম্বরের দিকে শিক্ষার্থীদের লেখাপড়া সাময়িকভাবে বিরতি থাকে। সে জন্য আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন করব।’

৩০ অক্টোবরের পরে যেকোনো দিন তফসিল ঘোষণা হতে পারে বলেও জানান সচিব।

হেলালুদ্দীন জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন করতে সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি সচিবালয়। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ৮০ ভাগের বেশি কাজ শেষ হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে গত ৫ আগস্ট সারা দেশের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে কমিশন। ১৯ আগস্ট ছিল খসড়া তালিকার ওপর দাবি-আপত্তির গ্রহণের শেষ সময়। সেটি ৩০ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ৬ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর আসন অনুসারে ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করবে কমিশন। ইসির খসড়া ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী, রংপুরে ৪ হাজার ৪৬৮টি, রাজশাহীতে ৫ হাজার ৮৭টি, খুলনায় ৪ হাজার ৮০২টি, বরিশালে ২ হাজার ৬১৯টি, ময়মনসিংহে ৫ হাজার ৩৭৫টি, ঢাকায় ৬ হাজার ৪৩টি, ফরিদপুরে ২ হাজার ৩৩টি, সিলেটে ২ হাজার ৮০২টি, কুমিল্লায় ৪ হাজার ৪৫৮টি এবং চট্টগ্রামে ২ হাজার ৯৭০টি সম্ভাব্য ভোটকেন্দ্র রয়েছে।

গড়ে ২৫০০ ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণের বিধান রয়েছে।

সারা দেশে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৪৫৩টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষের সংখ্যা ৯৮ হাজার ৯৮৯টি আর নারী ভোটকক্ষের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫০৪টি।

ইসি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার ছিল ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন। আর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের হালনাগাদের বাইরে প্রতি বছর গড়ে প্রায় ২০ হাজার নাগরিক ভোটার তালিকায় যুক্ত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

সূত্র:প্রদীপ দাস-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2018/10/Tharmameter.jpg

দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

  অনলাইন ডেস্ক :দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/