সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ধনীকে মিস করবেন বাংলাদেশি ক্রিকেটাররা

ধনীকে মিস করবেন বাংলাদেশি ক্রিকেটাররা

ক্রিকেটারদের মাঝে তিনি জনপ্রিয় ‘মাহি ভাই’ নামে। গতকাল হুট করেই অবসর ঘোষণা করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এমন বিদায়ে চমকে গেছেন সবাই। বাংলাদেশি ক্রিকেটাররাও ধোনির এমন বিদায়ে আবেগাক্রান্ত। সোশ্যাল সাইটে গতকাল রাত থেকেই দেখা যাচ্ছে, ধোনিকে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

মুশফিকুর রহিম লিখেছেন, ‘খেলাটির সত্যিকারের জিনিয়াস, জীবন্ত কিংবদন্তি এবং সত্যিকারের চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।’

মাহমুদউল্লাহ, ‘আপনি আমার ক্যারিয়ারে দারুণ এক অনুপ্রেরণা। পরিস্থিতি যাই হোক না কেন মাথা ঠান্ডা রেখে আপনার সিদ্ধান্ত নেওয়া, খেলায় সামর্থ্য এসব ভীষণ ভালো লাগে। আপনার অবসর ঘোষণা শুনে খারাপ লেগেছে। ধন্যবাদ মাহি ভাই।’

সাব্বির রহমান লিখেছেন, ‘এটা খুব দুঃখজনক খবর। ক্রিকেটকে অসাধারণ এবং স্মরণীয় কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ক্রিকেট আপনাকে মিস করবে।’

জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনও ধোনির অবসর ঘোষণার পর ফেসবুকে লিখেছেন, ‘তিনি ক্রিকেটারের চেয়েও বেশি কিছু। খেলাটির সত্যিকারের ভদ্রলোক। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ এমএসডি।’

লিটন দাস লিখেছেন, ‘আপনার সঙ্গে একই মাঠে খেলার সুযোগ পেয়েছি। আপনি এই খেলাটির কিংবদন্তি।’

আরো পড়ুন : ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে বিজয়ী বাংলাদেশ

নুরুল হাসান ধোনির বিদায়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ক্রিকেটে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। অবসর উপভোগ করুন মাহি ভাই। মাঠে আমরা আপনাকে মিস করব।’

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/