সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ৪টি অস্ত্র উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ৪টি অস্ত্র উদ্ধার

কামাল শিশির; রামু :

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অভিযান চালিয়ে ফের ১টি দেশি ও ৩টি বিদেশি অগ্নি অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। রবিবার (২৪ জুলাই) সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ক্যাপ্টেন তানভীর এর নেতুত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী ইউনিয়নের ক্যাংগার বিল রাবার বাগান নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মালিক বিহীন এসব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিএসএ রাইফেল ১টি, বিদেশী রাইফেল ১টি, ব্যারাল ১টি এবং দেশীয় তৈরি পিস্তল ১টিসহ মোট ৪টি অগ্নি অস্ত্র।

বিজিবি প্রেসবিজ্ঞপ্তি সূত্রে পাওয়া খবরে আরো জানা যায় বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম এই প্রতিবেদককে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/