সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নানা কষ্টে দিনযাপন করছেন রামুর ব্যাঙ্গডেপাবাসী

নানা কষ্টে দিনযাপন করছেন রামুর ব্যাঙ্গডেপাবাসী

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামুর উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের ব্যাঙ্গডেপায় চলাচলের সড়কের কারণে কষ্টে দিন যাপন করছেন এলাকার জনগণ। জোয়ারিয়ানালা থেকে প্রায় ৮ কিঃমিঃ পূর্বে ঈদগড়-বাইশারী রোড় থেকে মাত্র ২ কিঃমিঃ পশ্চিমে এ গ্রামটি।

খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মৌলিক অধিকার হলেও তারা এসব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান অনেকে।

যাতায়াতের জন্য সড়ক যোগাযোগ ভালো না থাকায় অনেক রোগী হাসপাতালে নিতে পারেনা, পারেনা ধান চাল, উৎপাদিত পণ্য বাহিরে নিতে, ছেলে মেয়েরা লেখাপড়া করতে।

এলাকায় একটি মসজিদ, একটি মক্তব, একটি বন বিভাগের বিট অফিস, একটি আর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

কৃষিকাজসহ নানা ফলন উৎপাদন করতেছে এলাকাবাসী। রামুর ঈদগড় -বাইশারী সড়কের করলিয়ামুরা হতে সরকারি খরচে সড়কটি গাড়ি চলাচলের উপযোগী করে দিলে এলাকাটি অনেকটা উন্নত হবে বলে জানান ব্যবসায়ী ফরিদুল আলম।

এছাড়া বিদ্যুতায়ন, একটি কমিউনিটি ক্লিনিকসহ আরো প্রয়োজনিয় স্থাপনা নির্মাণের জন্য কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল এর প্রতি দাবী জানান।

উল্লেখ, বর্তমানে পাহাড়ী আকাঁ বাঁকা পথ পাড়ি দিয়ে নানা ভয় ভীতির মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/