সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ার সংবাদকর্মী ছগির আজগরীকে মামলা হতে অব্যাহতি দিয়েছে আদালত

পেকুয়ার সংবাদকর্মী ছগির আজগরীকে মামলা হতে অব্যাহতি দিয়েছে আদালত

নিজস্ব সংবাদদাতা; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ার প্রবীন সংবাদকর্মী এম. ছগির আহমদ আজগরীকে মামলা হতে অব্যাহতি দিয়েছে আদালত। ১৮জুন রোববার বিজ্ঞ চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হয়েছে।

জানা যায়, ২০১৪সালের সেপ্টম্বর মাসে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকায় স্থানীয় সাপেরগাঁড়ার ছিদ্দিক ফকিরের পুত্র মোঃ হাবিবুল্লাহ গং ও একই এলাকার মৃত আবুল হোছনের পুত্র গোলাম ছোবহান গংয়ের মধ্যে জায়গা জমি মালিকানা বিরোধের জের ধরে দু’পক্ষে সংঘর্ষ হয়। এনিয়ে দায়েরকৃত পাল্টাপাল্টি মামলায় মৃত আবুল হোছনের পুত্র গোলাম ছোবহান বাদী হয়ে দায়েরকৃত পেকুয়া থানা মামলা নং- ১১ (জি.আর-১৮০/১৪য়’ উদ্দেশ্য প্রনোদীত ও ষড়যন্ত্রমূলক ভাবে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজেএবি) কক্সবাজার শাখার সহ-সভাপতি জাতীয় দৈনিক ভোরেরডাক, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, চট্টগ্রামের প্রাচীন দৈনিক নয়াবাংলা ও বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক কক্সবাজারের বয়োজৈষ্ট প্রবীন সংবাদকর্মী এম. ছগির আহমদ আজগরীকে আসামী করা হয়।

 

পুলিশি তদন্তে ঘটনার সাথে সাংবাদিক ছগির আজগরীর নূন্যতম সংশ্লিষ্টতা না পাওয়ায় চার্জশীট থেকে তাকে বাদ দেওয়া হলেও কতিথ বাদী নারাজি দিয়ে ফের সাংবাদিক এম. ছগির আজগরীকে মামলায় অন্তর্ভুক্ত রাখেন। গত ২০/১০/২০১৬ইং তারিখে সাংবাদিক এম. ছগির আজগরী বিজ্ঞ আদালতে কৌশলী আবেদন জানিয়ে জামিন ও অব্যাহতি প্রার্থনা করলে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাননীয় বিচারক ১৮জুন রোববার প্রেরিত বিনা তামিলে প্রসেস ফেরৎ প্রদান তামিল পত্রের মাধ্যমে উক্ত মামলা হতে সাংবাদিক এম. ছগির আহমদ আজগরীকে অব্যাহতি দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেন।

পেকুয়া থানার ও.সি মোঃ জহিরুল ইসলাম সাংবাদিক এম. ছগির আহমদ আজগরীকে জি.আর নং-১৮০/১৪, পেকুয়া থানা মামলা নং-১১, তারিখ-১৭/০৯/১৪ইংরেজী হতে অব্যাহতি দেওয়ার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/