সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় র‌্যাব-৭ অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর গ্রেপ্তার

পেকুয়ায় র‌্যাব-৭ অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

র‌্যাব-৭ এর একটি দল কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৭রাউন্ড গুলিসহ রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর (৫২) কে গ্রেপ্তার করেছে। রবিবার রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছৈয়দ নুর উপজেলার রাজাখালী ইউনিয়নের মৃত কাছিম আলীর ছেলে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ১টি পিস্তল, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটার গান, ১টি এসএমসি ও ৭ রাউন্ড গুলি।

সোমবার সকালে অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মো.রুহুল আমিন সংবাদ সম্মেলনে দাবি করেছেন, গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালীস্থ ছৈয়দ নুরের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকারোক্তি মতে তাকে সাথে নিয়ে বাড়িতে লুকিয়ে রাখা ১টি রিভলবার, ১টি ওয়ান শুটার গান, ১টি এসএমসি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করি।

এব্যাপারে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলে র‌্যাব জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/