সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সৌদি আরবে প্রথম নারী কাউন্সিলর নির্বাচিত

সৌদি আরবে প্রথম নারী কাউন্সিলর নির্বাচিত

ভোট দিয়ে বের হচ্ছেন সৌদি নারীরা

রক্ষণশীল মুসলিম দেশ বলে পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রথমবারের মতো ভোটাধিকার পেয়েই প্রথম নারী কাউন্সিলর নির্বাচিত করেছে সৌদি আরব। সালমা বিন্ত হিজাব আল-ওতেবি নামের ওই কাউন্সিলর মক্কা প্রদেশের একটি আসনে জয়লাভ করেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

নির্বাচনের ভোটগণনা এখনও শেষ হয়নি। তার মধ্যেই নির্বাচনের প্রতিদন্ধিতা করা ৯৭৮জন নারী প্রার্থীর মধ্যে নির্বাচিত হলেন তিনি।

শনিবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেয়ার ও প্রার্থীতা লড়াইয়ের সুযোগ পান সৌদি নারীরা। নির্বাচন কমিশন জানায় মোট ৯৭৮ জন নারী এসময় নির্বাচনী লড়াইয়ে ছিলেন। অন্যদিকে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৯৩৮ জন।

নির্বাচন কশিশনের তথ্যমতে নির্বাচনে ভোট দিয়েছেন ১ লাখ ৩০ হাজার নারী। অন্যদিকে পুরুষ ভোটারের সংখ্যা ছিলো ১৩ লাখ ৫০ হাজার।

সৌদি আরবে নির্বাচনই বেশ বিরল ঘটনা। শনিবারের এই নির্বাচন পুরো দেশটির ইতিহাসেই তৃতীয় ঘটনা। ১৯৬৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪০ বছরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

-প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/