সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / প্রভাতীর বার্ষিক অনুষ্ঠানে-এমপি কমল শিক্ষার জন্য কক্সবাজার হবে অনন্য স্থান

প্রভাতীর বার্ষিক অনুষ্ঠানে-এমপি কমল শিক্ষার জন্য কক্সবাজার হবে অনন্য স্থান

School Provati - deshbidesh (news 2pic) f1 (3)বার্তা পরিবেশক :

জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, শিক্ষাক্ষেত্রে দীর্ঘ সময় কক্সবাজার জেলা পিছিয়ে ছিল। সে দুর্নাম কাটিয়ে কক্সবাজার শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শুধু এগিয়ে যাচ্ছে বললে ভুল হবে। শিক্ষার জন্য কক্সবাজার হবে অনন্য স্থান। কক্সবাজারে বিকেএসপি, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট মেডিকেল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়সহ জাতীয়-আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্বখ্যাত স্থান হবে কক্সবাজার। তাই এখানকার শিক্ষার্থীদের যথোপযুক্ত যোগ্যতায় গড়ে উঠতে হবে। তিনি প্রভাতী শিশুশিক্ষা নিকেতনের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৪ মার্চ বিকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রভাতীর প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ মোঃ নাসির উদ্দিন সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন প্রভাতীর পরিচালনা পরিষদের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, পৌর প্যানেল মেয়র কহিনুর ইসলাম, কাউন্সিলর আকতার কামাল, মনজুমান নাহার। সভাশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।School Provati - deshbidesh (news 2pic) f1 (2)

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্য রাখেন প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাতীর সহ সভাপতি নুরুল ইসলাম।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/