সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / মহেশখালীর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের কাছে দলীয় প্রার্থীদের কোণঠাসা অবস্থান

মহেশখালীর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের কাছে দলীয় প্রার্থীদের কোণঠাসা অবস্থান

Electionনিজস্ব প্রতিনিধি; মাতারবাড়ী :

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে ৭টি ইউপি ও ১টি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের জল্পনা-কল্পনার অন্ত নেই।

আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে কে হচ্ছেন ইউপি ও পৌরসভার অভিভাবক তা নিয়ে চলছে ঘষা-মাজা। এখন প্রার্থীদের চেয়ে সমর্থকদের ঘুম হারাম হয়ে গেছে। সর্বোপরি মাতারবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ দলের নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক চৌধুরী রুহুল কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাষ্টার মোহাম্মদ উল্লাহ’র কাছে।

মাষ্টার মোহাম্মদ উল্লাহ অবস্থান জনগণের মুখে শীর্ষে রয়েছে। ২য় স্থানে রয়েছে বিএনপির মনোনীত প্রার্থী নাছির উদ্দিন মোঃ বাবর চৌধুরী। ১৩ মার্চ ধানের শীষ প্রতীকের পথসভায় সাইরার ডেইল শান্তিবাজারে ভোটার ও শুভকাঙ্খীরা যেভাবে শতস্ফুর্তভাবে মিছিল সহকারে পথসভায় যোগ দিয়েছে তাতে এলাকার বিভিন্ন মহলের ধারণা ধানের শীষ প্রতীকের অবস্থান কোন ক্ষেত্রে কম নয়। ধলঘাটা ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী কামরুল ইসলাম চৌধুরীর অবস্থান ভালো থাকলেও তার প্রতিদ্বন্দ্বীতা হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম পুতু।

কালারমারছড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নোমান তারেক শরীফের কথা হাট-বাজারে শুনা গেলেও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী আলহাজ্ব এখলাছুর রহমানের পক্ষে ভোট দিয়ে জনগন সমুচিত জবাব দেবে বলে ভোটারদের মুখে মুখে।

হোয়ানক ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মোস্তফা কামাল এর অবস্থান ভালো রয়েছে। তবে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান এনামূল হক বিজয় হতে সাধ্যমত চেষ্টা করেও প্রকাশ্যে জনগণের সাড়া পাচ্ছে না।

বড় মহেশখালীতে বিএনপির প্রার্থী আকতার কামাল চৌধুরী এলাকা ছেড়ে চলে যাওয়ায় বিএনপি বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুলের অবস্থান শীর্ষে থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা কোণঠাসা হয়ে পড়েছে।

কুতুবজোমে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন খোকন রয়েছে শীর্ষে।

ছোট মহেশখালীতে বিএনপির প্রার্থী নুরুল হুদা প্রকাশ ভাঙ্গা’র জনসমর্থন না থাকায় জামানত বাজেয়াপ্ত হবে বলে লোকের মুখে মুখে। তবে বিএনপি বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাত ও আওয়ামীলীগ প্রার্থী রিয়াদ চৌধুরীর মধ্যে চলছে সমানে সমানে।

মহেশখালী পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সরওয়ার আজম এর মধ্যে চলছে সমান সমান লড়াই। সাফ কথা ছোট মহেশখালী, বড় মহেশখালী, ধলঘাটা ও মহেশখালী পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থীদের জামানত অসন্তোষজনকভাবে বাজেয়াপ্ত হবার আশংকা রয়েছে। কারণ সাবেক সাংসদ আলমগীর ফরিদের বিপক্ষে গিয়ে আবু বক্কর ছিদ্দিক ও এডভোকেট নুরুল আলম মনগড়া প্রার্থী দেয়ায় মহেশখালীতে বিএনপির এ হাল অবস্থা সৃষ্টি হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/