সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসা উৎসব উৎযাপিত

বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসা উৎসব উৎযাপিত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/10/Festival-kamal-21-10-211.jpg?resize=552%2C414&ssl=1

বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসা উৎসব উৎযাপিত

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ২১অক্টোবর বিকেলে নানা আনুষ্ঠানিকতা কল্পজাহাজ ভাসা উৎসব পালিত হয়েছে। রামু ফকিরা বাজারের পূর্বপাশে বাঁশ, বেত, কাঠ রঙিন কাগজ দিয়ে শৈল্পিক কারুকার্যে তৈরি বৌদ্ধমন্দিরের আবেশে ফুটিয়ে তোলা হয় ৫টি কল্পজাহাজ। নৌকাকে বাঁশের সাথে রশি দিয়ে বেধে ভেলা বানিয়ে বাঁকখালী নদীতে ভাসানো হয় এসব কল্পজাহাজ।

রামু কেন্দ্রীয় প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎযাপন পরিষদের সভাপতি ডালিম বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপ্ত বড়ুয়ার সঞ্চালনায় বাঁকখালী নদীতে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, প্রত্যেক ধর্মের মানুষকে মিলেমিশে থাকতে হবে। মানবতার মহান নবী হযরত মোহাম্মদ (সা:) বলেছেন কোনো ধর্মের মানুষকে ঘৃণা না করতে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না দিতে বারণ করেছেন আমাদের সবধর্মের মানুষদের সাথে মিলেমিশে থাকতে হবে, তাহলে সমাজ, জাতি সুন্দর হবে।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/10/Festival-kamal-21-10-212.jpg?resize=552%2C414&ssl=1

বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসা উৎসব উৎযাপিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি এডমিন রফিকুল ইসলাম, এডিশনাল এসপি হেডকোয়ার্টার পংকজ বড়ুয়া, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, রামু থানার ওসি তদন্ত অরুপ চৌধুরী।

এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত শীলপ্রিয় মহাথের।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল হক চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ভূট্টো, রজত বড়ুয়া রিকু, রতন বড়ুয়া, রাজারকুল ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী সোহেল সরওয়ার, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, জেলা তাতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, পলক বড়ুয়া আপ্পু সহ প্রমুখ।

আনুষ্ঠানিকতা শেষে নদীর দু’পাড়ে উৎসব মূখর জনতা কল্পজাহাজ ভাসা দেখার জন্য দু’পাড়ে ভীড় জমায় ও বিভিন্ন ধর্মীয় মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।

সন্ধ্যা ঘনিয়ে আসলে কল্পজাহাজ ভাসা শেষে বৌদ্ধধর্মীয় নেতারা মিলে সাআ…দু, সাআ…দু ধ্বনিতে উৎসব মূখর পরিবেশে ফানুস উড়িয়ে দেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/