সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট পরিসংখ্যান

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট পরিসংখ্যান

sports

১৪ মাসেরও অধিক সময় পর টেস্ট ক্রিকেট খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ড।

যাদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ২০১০ সালে। সে বছর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল ইংলিশরা। আবারো ইংল্যান্ডকে ঘরের মাঠে টেস্টে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ।

তবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে মোট ৮টি টেস্ট খেলে বাংলাদেশ। তার মধ্যে আটটিতেই হেরেছে টাইগাররা। ইনিংস ব্যবধানে হার আছে তিনটিতে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে খুব একটা লড়াই করতে পেরেছে তেমনটিও কিন্তু নয়।

তবে সময় বদলেছে। এক বদলে যাওয়া বাংলাদেশের সামনে আজ ইংল্যান্ড দল। দেখা যাক পেছনের পরিসংখ্যানে কোনো পরিবর্তন আনতে পারে কিনা বাংলাদেশ। তার আগে চলুন জেনে নিই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান।

মোট টেস্ট খেলেছে ৮টি

ফল : বাংলাদেশ ০- ৮ ইংল্যান্ড।

দলীয় সর্বোচ্চ:

বাংলাদেশ : ৩৮২, লর্ডস ২০১০

ইংল্যান্ড : ৫৯৯/৬ (ডি.), চট্টগ্রাম ২০১০।

দলীয় সর্বনিম্ন :

বাংলাদেশ : ১০৪, চেস্টার লি স্ট্রিট ২০০৫

ইংল্যান্ড : ২৯৫, ঢাকা ২০০৩।

সর্বাধিক রান :

বাংলাদেশ : তামিম ইকবাল ৫০৫ (৪ ম্যাচে, ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি)

ইংল্যান্ড : ইয়ান বেল ৬৩৩ (৬ ম্যাচে, ৩টি সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরি)।

বড় ব্যবধানে জয় (রান) :

ইংল্যান্ড : ইনিংস ও ২৬১ রানে (লর্ডস, ২০০৫)

বাংলাদেশ: কোন জয় নেই।

অল্প ব্যবধান জয় :

ইংল্যান্ড: ১৮১ রানে, চট্টগ্রাম, ২০১০ ও ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী, ঢাকা, ২০০৩।

ব্যক্তিগত সর্বোচ্চ :

বাংলাদেশ : তামিম ১০৮, ম্যানচেস্টার ২০১০

ইংল্যান্ড : জোনাথন ট্রট ২২৬, লডর্স ২০১০।

সর্বাধিক সেঞ্চুরি :

বাংলাদেশ : তামিম ইকবাল (২টি)

ইংল্যান্ড : ট্রেসকোথিক ও ইয়ান বেল (৩টি)

সর্বাধিক উইকেট :

বাংলাদেশ : সাকিব আল হাসান ১৭টি (৪ ম্যাচে)

ইংল্যান্ড : ম্যাথু হোগার্ড ২৩ (৪ ম্যাচে)

সেরা বোলিং (ইনিংস) :

বাংলাদেশ : শাহাদাত হোসেন (৫/৯৮) লর্ডস ২০১০

ইংল্যান্ড : স্টিফ হার্মিসন (৫/৩৫) ঢাকা ২০০৩।

এক সিরিজে সর্বোচ্চ উইকেট:

বাংলাদেশ : মোহাম্মদ রফিক, ২ ম্যাচে ১০টি

ইংল্যান্ড : গ্রায়েম সোয়ান, ২ ম্যাচে ১৬টি।

সর্বোচ্চ ডিসমিসাল :

বাংলাদেশ : খালেদ মাসুদ, ৪ ম্যাচে ১১টি

ইংল্যান্ড : ম্যাট প্রায়র, ৪ ম্যাচে ২০টি।

এক সিরিজে সর্বোচ্চ ডিসমিসাল :

বাংলাদেশ : খালেদ মাসুদ, ২ ম্যাচে ৮টি

ইংল্যান্ড : গ্রায়ান্ট জোন্স, ২ ম্যাচে ১৩টি।

সর্বোচ্চ ক্যাচ :

বাংলাদেশ : ইমরুল কায়েস, ৪ ম্যাচে ৪টি

ইংল্যান্ড : মার্ক ট্রেসকথিক, ৪ ম্যাচে ৮টি।

সূত্র:risingbd.com,ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/