সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বান্দরবানে আ’লীগ নেতা হত্যার খুনিদের ফাঁসির দাবি : আটক- ১

বান্দরবানে আ’লীগ নেতা হত্যার খুনিদের ফাঁসির দাবি : আটক- ১

Rafiq-lama15.07.16 news 1pic f1

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের বাইশারীতে গত ৩০ জুন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মংশৈলু মার্মাকে গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাইশারী সর্বস্তরের মানুষ। ১৫ জুলাই শুক্রবার বেলা ১১টায় বাইশারী বাজার চৌমুহনী চত্বরে সর্বস্তরের জনসাধারনের এই প্রতিবাদ সমাবেশ করে। এই মামলায় এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বাইশারী পুলিশ। সে মিয়ানমারের ম্যাসলং এলাকার বাসিন্দা ক্যথোয়াই রাখাইনের পুত্র নেই নাইং রাখাইন (৪৫)।

মংশৈলু মার্মার বড় ভাই উথোয়াইলা মার্মা বলেন, আটক নেই নাইং রাখাইনের সাথে তার ছোট ভাইয়ের বিরোধ ছিল। গত ৩বছর পূর্বে ইউনিয়নের গুইয়া পাড়া নামক স্থানে ধর্মীয় অনুষ্ঠান চলাচাকালীন দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মংশৈলু মার্মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছিল। উক্ত ঘটনায় আটক নেই নাইং রাখাইন দুই বছর জেল হাজতে থেকে পরে জামিনে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর থেকে তার ভাইকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছিল বলে জানান।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আনিসুর রহমান আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রামু উপজেলার ঈদগড়ের বৈদ্যপাড়া এলাকার উপজাতীয় পল্লী থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিয়ানমার নাগরিক নেই নাইং রাখাইন বর্তমানে বাইশারী তদন্ত কেন্দ্রের হাজতখানায় রয়েছে।

ধাবনখালী পাড়ার বাসিন্দা প্রুলামং মার্মা প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আলম। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম বাহাদুর, আওয়ামীলীগ নেতা ও ২৭৯নং বাঁকখালী মৌজার হেডম্যান উছাহ্লা চাক, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জলিলুর রহমান, সাধারন সম্পাদক হাসান বান্টু, আওয়ামীলীগ নেতা শফিউল আলম, নিহতের বড় ভাই উথোয়াইলা মার্মা সহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/