সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / বৃহত্তর ঈদগাঁওতে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটযুদ্ধে শক্ত অবস্থানে

বৃহত্তর ঈদগাঁওতে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটযুদ্ধে শক্ত অবস্থানে

Election preparations start

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইউপি নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নে দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও শক্তভাবে দৌড়ঝাপে এগিয়ে রয়েছে। যেন স্ব স্ব ইউনিয়নে প্রার্থীদের মধ্যে মর্যাদার লড়াই বললেই চলে। এ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ মুহুর্তে মহাব্যস্ত সময় পার করছে তাদের আত্মীয়-স্বজনরা।

মাঠ ঘুরে জানা যায়, পর্যটন শহর কক্সবাজার সদরের প্রবেশদ্বার খ্যাত বৃহত্তর ঈদগাঁওতে এবার আওয়ামীলীগ-বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠছে। নির্বাচনের শেষ সময়ে প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজে ভরপুর হয়ে উঠেছে। যে যার যার অবস্থান থেকে ভোটারদের সাথে মত বিনিময়, গণ সংযোগসহ কৌশলাদি চালিয়ে যাচ্ছেন। তবে ভোটাররা বর্তমান সময়ে কোন প্রার্থীকে নিরাশ করছেন না। এমনকি হেভিওয়েট প্রার্থীরা পাড়া-মহল্লার হতবঞ্চিত মানুষের কাছে নির্ঘুম প্রচার-প্রচারণায় দিন পার করছে। আর চার দিন পার হলে ৪ জুন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া এ নির্বাচনকে ঘিরে স্ব স্ব প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে গণ সংযোগ, উঠান বৈঠক এবং ভোট আদায়ের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি মাইকিং প্রচারণা ও থেমে নেই। চলছে বিরামহীন প্রচারণা।

এদিকে প্রায় ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মাঠে নেমেছে কোমর বেঁধে। অন্যদিকে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ২৮০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। তন্মধ্যে দুয়েকজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।

আরো জানা যায়, ঈদগাঁওতে ৭ জন, জালালাবাদে ৫ জন, ইসলামাবাদে ৪ জন, পোকখালীতে ৭ জন, ইসলামপুরে ৪ জন ও চৌফলদন্ডীতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হরদম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

ঈদগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ছৈয়দ আলম (মোটর সাইকেল), আ’লীগ মনোনীত প্রার্থী সোহেল জাহান চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল আলম, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন তাহের হিমু (চশমা), নুরুল হক নুর (ঘোড়া), নুরুল ইসলাম বাঙ্গালী (টেলিফোন), নুরুচ্ছফা (মশাল)।

জালালাবাদ আ’লীগ মনোনীত প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক যুবদল নেতা আলমগীর তাজ জনি, স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী জসিম উল্লাহ মিয়াজী (আনারস), সেলিম উল্লাহ জিহাদী (মোটর সাইকেল), সংবাদকর্মী রাশেদুল করিম (মশাল)।

ইসলামাবাদ ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী নুরুল হক, বিএনপি মনোনীত প্রার্থী মোজাম্মেল হক, স্বতন্ত্র নুর ছিদ্দিক (মোটর সাইকেল), তৈয়ব (ঘোড়া)।

পোকখালী ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী মহিদুল্লাহ, বিএনপি মনোনীত প্রার্থী সেলিম উল্লাহ, স্বতন্ত্র প্রার্থী কারাবন্দী রফিকুল ইসলাম (ঢোল), এম. আবদুল্লাহ খান (আনারস), কুতুব উদ্দীন চৌধুরী (চশমা), শামসুল আলম মেম্বার (টেবিল ফ্যান), বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলম (অটোরিক্সা)।

ইসলামপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মনজুর আলম, বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোছাইন (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের (আনারস)।

চৌফলদন্ডী ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী ওয়াজ করিম বাবুল কোম্পানী, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুচ্ছবিহ (ঘোড়া) ও নুরুল ইসলাম (আনারস)। তবে পোকখালীতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কারাগার থেকে নির্বাচন করছেন ঢোল প্রতীক নিয়ে রফিকুল ইসলাম। পাশাপাশি তার পক্ষে স্ত্রী, ছেলেমেয়েসহ এলাকাবাসী নির্বাচনী মাঠে অবস্থান করছে। এমনকি স্ব স্ব ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা সাধারণ ভোটারদের রায় নিজের অনুকুলে আনার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ, প্রচারণা ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষায় ব্যস্ত রয়েছে। তবে বৃহত্তর এলাকার প্রত্যন্ত গ্রামগঞ্জের কৌতুহলী ভোটারদের মতে, দলীয় প্রার্থীদের ডিঙ্গিয়ে হয়ত শেষ মুহুর্তে চমক দিকে পারেন স্বতন্ত্র প্রার্থীরা। সে লক্ষ্যে সব প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে ভোটযুদ্ধে নেমেছে। আবার অনেক বয়োবৃদ্ধের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জোর দাবী জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/