সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / বৃহত্তর ঈদগাঁওর ইউপি নির্বাচনে দুটিতে আওয়ামীলীগ, তিনটিতে স্বতন্ত্র ও একটিতে বিএনপির প্রার্থী নির্বাচিত

বৃহত্তর ঈদগাঁওর ইউপি নির্বাচনে দুটিতে আওয়ামীলীগ, তিনটিতে স্বতন্ত্র ও একটিতে বিএনপির প্রার্থী নির্বাচিত

Election- Sagor

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নে দুটিতে আওয়ামীলীগ, তিনটিতে স্বতন্ত্র ও একটিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়। এ নিয়ে পাড়া-মহল্লার লোকজনের মাঝে হাসির ঝিলিক ফুটে উঠেছে। পাশাপাশি নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে লোকজন ব্যাপক উত্সাহ ও উদ্দীপনামুখর পরিবেশে ইতোমধ্যে বিজয় র‌্যালীও সম্পন্ন করেছে।

জানা যায়, ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন- জালালাবাদ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ইমরুল হাসান রাশেদ (৩২৯২ ভোট), চৌফলদন্ডী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ওয়াজ করিম বাবুল কোম্পানী (৬৭৮২ ভোট), ঈদগাঁও ইউনিয়নে স্বতন্ত্র হতে ছৈয়দ আলম (৪০০০ ভোট), ইসলামাবাদ ইউনিয়নে স্বতন্ত্র হতে নুর ছিদ্দিক (৪৬৬৮ ভোট), পোকখালী ইউনিয়নে স্বতন্ত্র হতে কারাবন্দী জননেতা রফিক আহমদ (৩৫২২ ভোট), ইসলামপুর ইউনিয়নে বিএনপি মনোনীত আবুল কালাম (২৯১৭ ভোট পেয়ে) চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে ৪ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শেষ ধাপের এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/