সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ব্র্যাকের সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের গবেষণা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

ব্র্যাকের সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের গবেষণা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/BRAK-Jushan-23-12-2021.jpg?resize=620%2C349&ssl=1

ব্র্যাকের সম্প্রীতি কর্মশালায় প্রধান অতিথি উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম

হুমায়ুন কবির জুশান; উখিয়া :
ব্র্যাকের কর্তৃক বাস্তবায়িত সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের গবেষণা ফলাফল পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাকের সমন্বয়ক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার আফসান চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিউল ইসলাম আজাদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাজেদুল ইমরান শাওন, সাংবাদিক রফিক উদ্দিন বাবুল, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, উখিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সাংবাদিক মোছলেহ উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, নাহিদ ছিদ্দিকি, সুমন, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার অজিৎ কুমার এন্তি, প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ নুরুল ইসলাম, সেকটর ইস্পেশালিস জয়নব খাতুন, কর্মশালায় বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন আফসান চৌধুরী।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে উন্নত বাংলাদেশ গঠনে সম্প্রীতির মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম বলেন, সম্প্রীতির সমাজ গঠন করতে হলে সকল ধর্ম, বর্ণ, শ্রেণি পেশার মানুষের মধ্যে শান্তি ও সম্পীতি প্রতিষ্ঠায় সকল স্থরে বৈষম্য দূরিভুত করতে হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/