সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / যে কারণে ইঁদুর বিড়াল দেখে পালায়

যে কারণে ইঁদুর বিড়াল দেখে পালায়

ইঁদুর কেন বিড়াল দেখে পালায়? এ বিষয়টি নিয়ে গবেষণা করে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন গবেষকরা। এতে জানা গেছে, বিড়ালের উপস্থিতি টের পেলে ইঁদুরের রক্তে একটি বিশেষ রাসায়নিক পদার্থ তৈরি হয়। এ রাসায়নিকটি দ্রুত পালিয়ে যাওয়ার তাগিদ দেয় ইঁদুরকে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডয়চে ভেলে।

ইঁদুর যে বিষয়টিতে সবচেয়ে উদ্বিগ্ন হয় তা হলো বিড়ালের দেহের একটি বিশেষ গন্ধ। বিশেষ করে বিড়ালের মূত্রের গন্ধ যদি ইঁদুর পায় তাহলে তা ইঁদুরের মাঝে বাড়তি উদ্বেগ হরমোন তৈরি করে। এতে দ্রুত বিপদের আঁচ পেয়ে পালিয়ে যেতে চায় ইঁদুর।

বিড়ালের উপস্থিতিতে ইঁদুরের এ পালিয়ে যাওয়ার প্রক্রিয়া মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। যার মূল ট্রিগারটির নাম এল-ফেলিনাইন, যা বিড়ালের মূত্রে পাওয়া যায়।

ইঁদুররা জন্ম থেকেই এ রাসায়নিকটির প্রতি সংবেদনশীল অবস্থায় জন্ম নেয়। যখনই তারা এটি অনুভব করতে পারে তখনই পালাতে উদ্যোগ নেয়।

গবেষকরা জানিয়েছেন এ রাসায়নিকটির কারণে দুই সপ্তাহ বয়সের ইঁদুর ছানাকেও উদ্বিগ্ন হতে দেখেছেন।

গবেষকরা সদ্যভূমিষ্ঠ ইঁদুরছানাকে এ রাসায়নিকটির উপস্থিতিতে উদ্বিগ্ন হতে দেখেছেন। তবে সে ক্ষেত্রে ইঁদুরগুলোর মাও উদ্বিগ্ন হয়ে পড়ে। আর এ উদ্বিগ্ন ভাব তখন ইঁদুরছানার মাঝেও সংক্রমিত হয়।

সূত্র:bangladeshpress.com.bd;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/