সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে ১ কেজি আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার

রামুতে ১ কেজি আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/12/Handcap-yaba-kamal-14-12-21.jpg?resize=450%2C253&ssl=1

রামুতে ১ কেজি আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কামাল শিশির; রামু :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়নের অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। মঙ্গলবার পৃথক দুটি অভিযানে এসব উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি’র রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল ইব্রাহীম ফারুক বলেন, মঙ্গলবার সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি রামু উপজেলার কলঘর নামক স্থানে ক্রিষ্টাল মেথ আইস কেনাবেচা হবে। ওই সংবাদের ভিত্তিতে আমি মরিচ্যা চেকপোষ্টের জেসিও নায়েব সুবেদার মো: মাহমুদুল হাসানসহ ঘটনাস্থলে যাই।

তিনি বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে এক ব্যক্তি ক্রিস্টাল মেথ আইস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা মোটরসাইকেল ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। তখন টহল দলের নায়েক মো: সোহেল রানা তাকে দৌড়ে ঝাপটে ধরার চেষ্টা করলে তার হাতে কামড় দিয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে টহলদলের বাকি সদস্যরা এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করেন। এসময় তার হাতে থাকা একটি বালতি তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/