সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / লামায় মুরগির ফার্মে বৈদ্যুতিক শক লেগে বৃদ্ধার মৃত্যু

লামায় মুরগির ফার্মে বৈদ্যুতিক শক লেগে বৃদ্ধার মৃত্যু

লামায় মুরগির ফার্মে বৈদ্যুতিক শক লেগে বৃদ্ধার মৃত্যু#https://coxview.com/electric-shok-death-rafiq-21-11-23/
বৈদ্যুতিক শক লেগে মৃত্যুবরণ করা বৃদ্ধা নুরুল ইসলামের লাশ।

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় নিজের মুরগির ফার্মে বৈদ্যুতিক শক লেগে নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদী পাড়ায় মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। খবর পাওয়ামাত্র ফাইতং ফাঁড়ি থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশের দাফন কাপন করতে অনুমতি চাচ্ছে। উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

নিহতের বড় ছেলে নজরুল ইসলাম বলেন, সকালে নিজের মুরগির ফার্মের মুরগির বাচ্চা কারেন্ট দ্বারা হিট দেওয়ার সময় অসর্তকতাবশত কারেন্টে শক লেগে আমার বাবার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের পরিবারের কারো কোন অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশের শেষকার্য্য সম্পাদন করতে অনুরোধ করেছি।

ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, শুনামাত্র আমরা নিহতের বাড়িতে যাই। নুরুল ইসলাম ভালো মানুষ ছিল। নিহতের হাতে বৈদ্যুতিক শক লাগার দাগ আছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Shok-1.jpg

অ্যাড: হাসান সিদ্দিকী’র মাতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

  প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকী এর মাতা ছকিনা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/